fbpx
হোম আন্তর্জাতিক ২ হাজার বিক্ষোভকারী গ্রেফতার মিসরে
২ হাজার বিক্ষোভকারী গ্রেফতার মিসরে

২ হাজার বিক্ষোভকারী গ্রেফতার মিসরে

0
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভের পর ছয় দিনে প্রায় দুই হাজার অধিকারকর্মীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ফের বিক্ষোভ ঠেকাতে এসব গ্রেফতার অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।

ইজিপসিয়ান সেন্টার ফর ইকোনমিক্যাল অ্যান্ড সোশ্যাল রাইটস এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস।

খবরে বলা হয়, গত শুক্রবার রাতে কায়রোর বিখ্যাত তাহরির স্কয়ারে সিসির পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ করে শত শত মানুষ। আকারে ছোট ও বিচ্ছিন্ন থাকলেও কয়েক দশক ধরে সিসির একচ্ছত্র শাসনের বিরুদ্ধে এটাই ছিল উল্লেখযোগ্য প্রথম বিক্ষোভ। আরব বসন্ত শুরু হওয়ার পর থেকে কার্যত বিক্ষোভ দমিয়ে রাখতে সক্ষম হয়েছেন সিসি।

তাই বিক্ষোভের পরপরই তার পুনরাবৃত্তি রোধে দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। শুক্রবার ফের বিক্ষোভের ডাক দিয়েছিলেন আয়োজকরা। কিন্তু বিক্ষোভ বেগ পাওয়ার আগেই তা রোধ করতে সব মিলিয়ে ১ হাজার ৯৫১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে বিক্ষোভকারী, অধিকারকর্মী, মানবাধিকার বিষয়ক আইনজীবী, সাংবাদিক, আইনজীবী, এমনকি গত বিক্ষোভের প্রত্যক্ষদর্শীরাও রয়েছেন।

ইজিপসিয়ান কমিশন ফর রাইটস অ্যান্ড ফ্রিডম অনুসারে, গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া, প্রচার চালানো, ভুয়া তথ্য ছড়ানো, বিক্ষোভের ডাক দেয়ার অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, এসব কাজকর্মের মাধ্যমে তারা সন্ত্রাসী প্রবৃত্তি চরিতার্থ করতে চেয়েছে ও জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *