fbpx
হোম বিনোদন ২০২৫ সালে শূন্য হয়ে যাবে পৃথিবী, বেঁচে থাকবে দুই জন !
২০২৫ সালে শূন্য হয়ে যাবে পৃথিবী, বেঁচে থাকবে দুই জন !

২০২৫ সালে শূন্য হয়ে যাবে পৃথিবী, বেঁচে থাকবে দুই জন !

0

করোনা ভাইরাসের কারণে শূন্য পৃথিবীর কাল্পনিক কাল্পনিক গল্প ভেবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন শিলাদিত্য মৌলিক।‌ ‘একটি তারা- The Only Star’ নামে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রকাশ হয়েছে ইউটিউবে।

নির্মাতা করোনা ভাইরাসে পুরো বিশ্বের মানুষের বেহাল দশায় শূন্য হওয়া সারা পৃথিবীতে বেঁচে আছে মাত্র দুজন মানুষের অস্তিত্বকে তুলে ধরেছেন। ভিডিও কলে কথা বলছেন তারা। কী কথা হয় তাদের মাঝে ! এমন একটা দৃশ্য ভাবতেই গায়ে কাঁটা দেয়ার কথা। কল্পনায় এমনই এক ছবি এঁকেছেন একজন নির্মাতা।

কাল্পনিক পৃথিবীতে দেখা যাচ্ছে, এমন এক সময়ে তখন পৃথিবীতে টাকা-পয়সা, ধর্ম, নাম, যশ, ক্ষমতা নিয়ে লড়াই করার মতো আর কিছুই নেই। বেঁচে থাকার বাইরে গিয়ে মানুষ সমস্ত লড়াইয়ের কথা ভুলে গেছে।

‘একটি তারা’ চলচ্চিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার ও শুভ্র এস দাস। এখানে একজন তারকা অভিনেত্রীর ভূমিকাতেই দেখা যাচ্ছে পায়েলকে। আর শুভ্র এস দাস হলেন তার এক অনুরাগী। চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য, সম্পাদনা করেছেন সংলাপ ভৌমিক।

নির্মাতা জানান, ঘটনাটি ২০২৫ সালকে ভেবে করা হয়েছে। ১৪ মিনিটের এই চলচ্চিত্রে করোনা মুক্ত পৃথিবী দেখার জন্য, সুন্দর এক ভবিষ্যৎ দেখার জন্য, বর্তমান সময়ে ঘরবন্দী থাকা, একা থাকাটা যে কতটা জরুরী সেটা বোঝানো হয়েছে।

লিংক…https://www.youtube.com/watch?v=nGyogdYrXF0

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *