fbpx
হোম অন্যান্য ‘২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন’
‘২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন’

‘২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন’

0

২০২০ সালে সৌদি আরবে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। বাংলাদেশ-সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ সময় শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ২০২০ সালে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ বাংলাদেশি পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে ১০ হাজার হজযাত্রী বৃদ্ধি করেছে সৌদি আরব।

তিনি বলেন, এজেন্সি প্রতি সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ১০০ জন। এছাড়াও হজ এজেন্সির জন্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (IATA) লাইসেন্স থাকার বিষয়টি শিথিল করা হয়েছে। হজযাত্রীর কোটা বাড়ানো, রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় শতভাগ হজযাত্রীর ইমিগ্রেশন বাংলাদেশে করা এবং হজ শেষে দেশে ফেরার সময় জেদ্দা ও মদিনা এয়ারপোর্টে হাজিদের ইমিগ্রেশন সহজ করা, হাজিদের ৪২ দিনের পরিবর্তে ৩০ দিনের কম সময়ে দেশে ফেরার উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মক্কার হজ কাউন্সিলর মো. মাকসুদুর রহমানসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *