fbpx
হোম অন্যান্য ১১ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের বদলী
১১ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের বদলী

১১ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের বদলী

0

পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলী করা হয়েছে।

গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলী করার আদেশ আসে ।

আদেশ অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক নিবাস চন্দ্র মাঝিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে ময়মনসিংহ রেঞ্জে, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাসুদুর রহমান ভূঞাকে বিশেষ শাখায় (এসবি) পদে বদলী করা হয়েছে। এছাড়াও রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. নিশারুল আরিফকে পদোন্নতি দিয়ে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশান ব্যাটালিয়নে (এসপিবিএন), পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আমিনুল ইসলামকে পদোন্নতি দিয়ে একই অধিদপ্তরে, ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্ মোহাম্মদ তানভীরকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ আমিনকে পদোন্নতি দিয়ে পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), মো. হারুন-অর-রশীদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশ ইউনিটে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমকে পদোন্নতি দিয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলামকে পদোন্নতি দিয়ে একই শাখায় এবং চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে বিশেষ শাখায় বদলী করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *