fbpx
হোম জাতীয় হিন্দুদের ধর্মীয় উৎসব স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন
হিন্দুদের ধর্মীয় উৎসব স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন

হিন্দুদের ধর্মীয় উৎসব স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন

0

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সীগঞ্জসহ ২২ জেলায় প্রয়োজনীয়সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে।

মন্দির ও এর আশপাশে টহল দিয়ে অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে বিজিবি দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

সারা দেশে কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে, এমন প্রশ্নে বিজিবির এ কর্মকর্তা বলেন, চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয়সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *