fbpx
হোম আন্তর্জাতিক হিজাব পরিধান নিয়ে যা বললেন সেই ভাইরাল মুসকান
হিজাব পরিধান নিয়ে যা বললেন সেই ভাইরাল মুসকান

হিজাব পরিধান নিয়ে যা বললেন সেই ভাইরাল মুসকান

0

ভারতের কর্ণাটক রাজ্যে ছাত্রীদের হিজাব পরিধান নিয়ে বিতর্ক দিন দিন বাড়ছে। এসবের মধ্যেই হিজাব পরিহিতা এক ছাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে। গেরুয়া ওড়না পরা একদল যুবকের বিরুদ্ধে একা দাঁড়িয়ে প্রতিবাদ করতে দেখা গেছে তাকে।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ওই ছাত্রীর নাম মুসকান। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্ডিয়া কলেজে।

ভাইরাল হওয়া ভিডিওিতে দেখা যায়, স্কুটি পার্ক করে কলেজের দিকে যাচ্ছেন মুসকান। এসময় তার দিকে এগিয়ে আসে গেরুয়া ওড়না পরা একদল যুবক। তারা জয় শ্রী রাম বলে স্লোগান দিচ্ছিলেন। কিন্তু যুকবদের স্লোগান ও চিৎকারের মুখে রুখে দাঁড়ান মুসকান। আল্লাহু আকবার বলে বেশ কয়েকবার স্লোগানও দিয়েছেন তিনি। এসময় কলেজের কর্মকর্তারা মুসকানকে নিরাপত্তা দিয়ে কলেজে প্রবেশ করিয়ে দেয়।

এই ঘটনায় মুসকানের প্রশংসা করেছেন নেটিজেনরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই যুবকদের সামনে প্রতিবাদ করার সময় উদ্বিগ্ন ছিলেন না এবং তিনি তার হিজাব পরার অধিকার রক্ষায় লড়াই চালিয়ে যাবেন।

মুসকান আরও বলেন, আমি উদ্বিগ্ন ছিলাম না। যখন আমি কলেজে যাই, তারা আমাকে ঢুকতে দিতে চাচ্ছিলেন না শুধু বোরকা পরে থাকার কারণে। তারা জয় শ্রী রাম বলে চিৎকার করছিলেন, তাই আমিও আল্লাহু আকবার বলে চিৎকার করছিলাম। অধ্যক্ষ ও প্রভাষকরা আমাকে সমর্থন করেছিলেন এবং আমাকে রক্ষা করেছিলেন।

জানা যায়, কর্ণাটকের কলেজগুলোতে হিজাব পরা শিক্ষার্থী ও গেরুয়া ওড়না পরা যুবকদের মধ্যে বিক্ষোভ ক্রমশ বাড়ছে। রাজ্যের বিভিন্ন একালায় ছড়িয়ে পড়ছে এই বিক্ষোভ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *