fbpx
হোম অন্যান্য হাদিসুরের শেষ বিদায়
হাদিসুরের শেষ বিদায়

হাদিসুরের শেষ বিদায়

0
ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলায় নিহত নৌ প্রকৌশলী হাদিসুর রহমান আরিফের জানাজায় মানুষের ঢল লক্ষ্য করা গেছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় বেতাগী উপজেলার কদমতলা গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক।
এ সময় বরগুনা ১ আসনের সাংসদ ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু, বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, ইউএনও মো. সুহৃদ সালেহীন, পৌর মেয়র এবিএম গোলাম কবির, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহা ব্যবস্থাপক আবু সুফিয়ানসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
বেতাগী উপজেলা নিবাহী অফিসার সুহৃাদ সালেহীন বলেন, ‘হাদিসুরের পরিবারের এ ক্ষতিপূরণ অপূরণীয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানাই তিনি যেন হাদিসুরের পরিবারে প্রতি খেয়াল রাখেন এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করি।’
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। গতকাল সোমবার (১৪ মার্চ) দুপুর সোয়া ১২ টায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদিসুরেরমরদেহ হযরত শাহজালাল বিমানবন্দরে আসে। লাশ গ্রহণ করেন হাদিসুরের ছোট ভাইগোলাম মাওলা প্রিন্স। রাত পৌনে ১০ টার দিকে লাশ নিয়ে আসা হয় কদমতলা গ্রামে।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *