fbpx
হোম অন্যান্য সড়কে এ সপ্তাহ থেকে নিয়ম ভঙ্গের জন্য হচ্ছেনা মামলা
সড়কে এ সপ্তাহ থেকে নিয়ম ভঙ্গের জন্য হচ্ছেনা মামলা

সড়কে এ সপ্তাহ থেকে নিয়ম ভঙ্গের জন্য হচ্ছেনা মামলা

0

সড়ক নিরাপত্তা আইন-২০১৮ আইনটি নিয়ে যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও এখনও শুরু হয়নি আইনভঙ্গের অপরাধে মামলা দায়ের কার্যক্রম।

তবে আগামী সপ্তাহ থেকে শুরু হবে মামলা দায়ের। সম্প্রতি সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বেড়ে গেলে অনেকটাই নড়েচড়ে বসে সরকার। ট্রাফিক আইনের পুরনো অনেক ধারা পরিবর্তন করে বাড়ানো হয় শাস্তির পরিমাণ। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশন ও যানবাহনের ফিটনেস না থাকা, উলটো পথে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর অপরাধের আর্থিক জরিমানা এবং কারাদণ্ড বাড়ানো হয় নজিরবিহীনভাবে বেশি।

ডিএমপি ট্রাফিকের চারটি বিভাগ অর্থাৎ উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম নিজেদের আওতাধীন এলাকায় আইনটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম শুরু করে।
আইনটির আলোকে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে মাঠপর্যায়ে কাজ করা সার্জেন্ট ঝোটন শিকদার বলেন, এই সপ্তাহ পর্যন্ত আমরা মামলা কার্যক্রম পরিচালনা করছি না। আগামী শনিবার (৯ নভেম্বর) থেকে মামলার নতুন কাগজে মামলা দায়ের কার্যক্রম শুরু হবে। এরমধ্যে ডিজিটাল মেশিনে নতুন আইনের ধারা অনুযায়ী সিস্টেমের কাজ শেষ হলে তারপর থেকে ডিজিটাল মেশিনে আগের মতো মামলা দায়ের করা হবে।

নতুন আইনের কার্যক্রম নিয়ে ডিএমপি ট্রাফিকের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বাংলানিউজকে বলেন, কমিশনার স্যারের নির্দেশে আমাদের সচেতনতামূলক কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আমরা বিভিন্ন বাস টার্মিনালে পরিবহন চালক, শ্রমিক ও মালিকদের সঙ্গে আলোচনা করছি। তাদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *