fbpx
হোম রাজনীতি স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য তৈরি হতে হবে: ড. মোশাররফ
স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য তৈরি হতে হবে: ড. মোশাররফ

স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য তৈরি হতে হবে: ড. মোশাররফ

0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ বলেছেন, কোনো আন্দোলনে জনগণ প্রথম রাস্তায় নামে না, নেতৃত্বকে নামতে হয়। সব আন্দোলনে অতীতের প্রমাণ হচ্ছে যে, ছাত্র-যুব-শ্রমিক ভ্যানগার্ড হিসেবে সামনে থাকে, তারপর রাজনৈতিক দলগুলো থাকে, তারপর জনগণ নামে।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নুর হোসেনের ৩৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য এর আয়োজন করে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্লোগানের চেয়ে রাস্তায় নামার জন্য আমাদের তৈরি হতে হবে। সরকার নিজেদের ভারে নিজেরা ন্যুব্জ। অতএব সামনে সময় বেশি দূরে নয়, যখন জনগণকে নিয়ে একটি ধাক্কা দেওয়া প্রয়োজন। সেই ধাক্কা দেওয়ার জন্য, রাস্তায় নামার জন্য আমি সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে। এটা আওয়ামী লীগ কখনও দেবে- এটা কেউ বিশ্বাসও করে না। অতত্রব এই সরকারকে হটানোর জন্য আমাদের কাছে আন্দোলনের বিকল্প আর কিছু নেই।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *