fbpx
হোম বিনোদন স্মার্ট ফোনে সিনেমা নির্মাণ কর্মশালা !
স্মার্ট ফোনে সিনেমা নির্মাণ কর্মশালা !

স্মার্ট ফোনে সিনেমা নির্মাণ কর্মশালা !

0

শুধু ডিজিটাল নয় এখন স্মার্ট যুগ। স্মার্টের দৌরাত্বে নিজেকে এগিয়ে নিতে সবাই ছুটে চলেছে অবিরাম। আর এ থেকে বাদ যায়নি সিনেমা জগৎ। বিশাল কর্মযজ্ঞ, চকমকে সেটে উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা, আকাশচুম্বি বাজেটকে পাশকাটিয়ে স্মার্ট ফোনে ধারণকৃত সিনেমা আজ বিশ্ব কাপাঁচ্ছে। অনলাইনে ধারাবাহিক কর্মশালা আয়োজনের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এবার আয়োজন করতে যাচ্ছে Workshop on Smart Phone Film Making শীর্ষক একটি কর্মশালা। নিজের হাতে থাকা মোবাইল ফোনটি কিভাবে চলচ্চিত্র নির্মাণের হাতিয়ার হয়ে উঠতে পারে সেটিই শিখানো হবে।

৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে কর্মশালা। যেখানে স্মার্ট ফোনের মাধ্যমে ক্যামেরার কৌশল, শব্দ নিয়ন্ত্রণ ও গ্রহণ, সম্পাদনাসহ আরো অনেক কিছু শিখানো হবে। পরীক্ষণের মাধ্যমে নির্বাচিত নির্মাতাগণ পাবেন পরবর্তী চলচ্চিত্র নির্মাণের অনুদান আর নির্মিত চলচ্চিত্র সমূহের বিশ্ব বিপনন ও নিজস্ব অনলাইন প্ল্যাট ফর্মে প্রদর্শনের সুযোগ।

পুনে ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তনী ও প্রাক্তন প্রশিক্ষক অনির্বাণ দত্ত কর্মশালাটি পরিচালনা করবেন। আরো থাকছেন পুনে ফিল্ম ইনস্টিটিউটের সংযুক্তা শর্মা । তারাই প্রথম পুনে ফিল্ম ইনস্টিটিউটে স্বীকৃত সিলেবাস হিসেবে মোবাইল ফোন ফিল্ম মেকিং কোর্স চালু করেন। এছাড়া অনির্বাণ দত্ত নির্মীত চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবসহ বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

কর্মশালায় অংশগ্রহণে আগ্রহী প্রশিক্ষণার্থীগন ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া – এর অফিসিয়াল ফেইসবুক পেইজ (https://www.facebook.com/iafm.edu.bd/) থেকে কর্মশালা সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *