fbpx
হোম তারুণ্য সৌরবিদ্যুৎ চালিত কাঠের জিপগাড়ি তৈরি করে চমক
সৌরবিদ্যুৎ চালিত কাঠের জিপগাড়ি তৈরি করে চমক

সৌরবিদ্যুৎ চালিত কাঠের জিপগাড়ি তৈরি করে চমক

0
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দুই যুবক সৌরবিদ্যুৎ চালিত জিপগাড়ি তৈরি করে চমক সৃষ্টি করেছেন। কাঠের কাঠামোর এ গাড়ি তৈরিতে ব্যয় হয়েছে মাত্র এক লাখ ৩৫ হাজার টাকা। শব্দ, ধোঁয়া ও জ্বালানিবিহীন এ গাড়ি স্বল্প পরিসরে ব্যবহারও শুরু হয়েছে। চারজন যাত্রী ধারণক্ষমতার এই গাড়িতে কম ভাড়ায় চড়তে পেরে এলাকাবাসী খুশি।
এই গাড়ি বাণিজ্যিকভিত্তিতে তৈরি করে বিক্রয় ও রপ্তানিতে সরকারের সহযোগিতা চেয়েছেন উদ্ভাবক দুই সহোদর। তারা হলেন পাকুন্দিয়া উপজেলার পৌর সদরের হাপানিয়া গ্রামের এনামুল হক বুলবুল ও ইমরানুল হক ইমরান। তারা ‘এমবিআই ইন্টারন্যাশনাল’ নামে একটি প্রতিষ্ঠানের ব্যানারে গবেষণাকাজ চালান। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন।
মঙ্গলবার পাকুন্দিয়া উপজেলা সদরে সরেজমিন পরিদর্শনকালে কথা হয় তিন যাত্রীর সঙ্গে। সবাই কলেজছাত্রী। কম ভাড়ায় এমন জিপগাড়িতে চড়তে পেরে তারা খুবই খুশি। কথা হয় উদ্ভাবক/কারিগর এনামুল হক ও ইমরানুল হকের সঙ্গে। তারা দাবি করেন, স্বল্পমূল্যের এ জিপগাড়ি সোলার প্যানেলের পাশাপাশি বিদ্যুৎচালিত ব্যাটারি দিয়েও চালানো যায়। দুই ইউনিট বিদ্যুৎ ব্যবহারে ১২০ কিলোমিটার ও সোলার প্যানেল চার্জের মাধ্যমে ১৮০ কিলোমিটার পর্যন্ত চলবে এই গাড়ি।
পাকুন্দিয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আজিজ আকন্দ জানান, এ দুই উদ্ভাবক যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ ও সহযোগিতা নিয়ে অসম্ভবকে সম্ভব করে তুলেছেন। আমাদের চমকে দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, এনামুল-ইমরানুলের কাঠের জীপগাড়ি সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে। তিনি তাদের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। তিনি সৃজনশীল কাজে সন্তুষ্ট হয়ে তাদের সম্মাননা ক্রেস্ট দেন।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *