fbpx
হোম আন্তর্জাতিক সৌদি পরিবারে আবারও অস্থিরতা !
সৌদি পরিবারে আবারও অস্থিরতা !

সৌদি পরিবারে আবারও অস্থিরতা !

0

আবারও সৌদি রাজপরিবারে অস্থিরতার খবর দিলো পশ্চিমা গণমাধ্যম। জানা গেছে, গ্রেফতারকৃত সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফের বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহিতার নতুন অভিযোগ আনতে যাচ্ছে রিয়াদ। মুক্তি পেতে হলে সমঝোতার অংশ হিসেবে দেড় হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হতে পারে তার।

সূত্রের বরাতে ওয়াশিংটন পোস্টের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে হাজার কোটি ডলার তছরূপের অভিযোগ গঠনের তোড়জোড় চালাচ্ছে দুর্নীতি দমন কমিটি। বলা হচ্ছে, ক্ষমতা আরও পাকাপোক্ত করতে এ তৎপরতা চালাচ্ছেন বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মূল লক্ষ্য, এক সময়ের প্রতিদ্বন্দ্বী নায়েফকে স্থায়ীভাবে সরিয়ে দেয়া।

২০১৭ সালে চাচাতো ভাই নায়েফকে সরিয়ে ক্রাউন প্রিন্সের দায়িত্ব পান বিন সালমান। সে বছরই দুর্নীতি দমনের অংশ হিসেবে রাজপরিবারে শুরু হয় ব্যাপক ধরপাকড়। এরই ধারাবাহিকতায় গেলো মার্চে গ্রেফতার হন সৌদি রাজপরিবারের তিন প্রভাবশালী সদস্য; যার অন্যতম নায়েফ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *