fbpx
হোম জাতীয় সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

সারা দেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

0

সারাদেশেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। আজ বুধবার (০৭ আগস্ট) সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩৪৮জন। এর মধ্যে ঢাকায় এক হাজার ২৮৪ এবং ঢাকার বাইরে এক হাজার ৬৪জন। সীমিত সংখ্যক হাসপাতালে সংকট থাকলেও বেশিরভাগ হাসপাতালে রয়েছে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কীট। ঈদে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এতোদিন রাজধানী ঢাকা থেকে আক্রান্ত হয়ে বিভিন্ন জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলেও, এবার স্থানীয়ভাবেই আক্রান্ত হবার দাবি চাঁদপুরের রোগীদের। এমন পরিস্থিতিতে জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু আতঙ্ক।

একজন বলেন, আমরা কোন জায়গায় যায়নি, চাঁদপুরেই ছিলাম।

আরেকজন বলেন, আমার বাচ্চাটা বাসায় থাকে। কিন্ত ডেঙ্গু তারে আক্রান্ত করছে। এখন আমি খুব আতঙ্কে আছি।

বরগুনায় প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এখন পর্যন্ত জেলায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে এখনো হাসপাতালে ভর্তি অনেকে। কিট স্বল্পতায় ব্যহত হচ্ছে ডেঙ্গু সনাক্তকরণ পরীক্ষা।

একজন বলেন, ডেঙ্গু আক্রান্ত হলে এই হাসপাতালে চিকিৎসা চলে। কিন্ত ডেঙ্গুর কোন পরীক্ষা নিরীক্ষা চলে না।

বরগুনা সিভিল সার্জন ডা.হুমায়ুন শাহিন বলেন, ডেঙ্গুর শনাক্তের কীট শেষ হয়ে গেছে। আশা করি হয়তো আজকের মধ্যে কীট সংগ্রহ করতে সক্ষম হবো।

কিশোরগঞ্জে ৪শ’ ৪ জন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তরা বেশিরভাগ ঢাকা থেকে এলেও স্থানীয়ভাবেও আক্রান্ত হচ্ছেন অনেকে।

এক রোগী  বলেন, রোগীর পরিমাণ বাড়তেছে, কিন্ত আমরা পর্যাপ্ত পরিমাণ সুবিধা পাচ্ছিনা।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন রোগী। কোরবানির ঈদে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

যশোর জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ বলেন, আমাদের এখানে কীটের কোন সংকট নেই। ঈদ কে সামনে এই বিষয়ে আমাদের প্রস্তুতি সম্পন্ন।

বরিশালে গত ১৬ জুলাই থেকে এখন পর্যন্ত ৪শ’ ৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *