fbpx
হোম অনুসন্ধান সাতছড়ি উদ্যান থেকে রকেট লঞ্চার উদ্ধার
সাতছড়ি উদ্যান থেকে রকেট লঞ্চার উদ্ধার

সাতছড়ি উদ্যান থেকে রকেট লঞ্চার উদ্ধার

0

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়ে ১৩টি রকেট লঞ্চার ও গোলাসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে র‌্যাব-সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

শনিবার দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল মশিউর রহমান।

বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সাতছড়িতে অবস্থান নেয়। তারা সকাল থেকেই জাতীয় উদ্যানের ভেতর গহিন বনে অভিযান শুরু করে। দিনব্যাপী এ অভিযান চলে। রাতে অভিযান বন্ধ রাখা হয়। শনিবার সকাল থেকে ফের অভিযান শুরু করা হয়।

র‌্যাব জানায়, দুই দিনব্যাপী অভিযানে বনের ভেতর থেকে ১৩টি আরপিজি শেল (রকেট লঞ্চার গোলা) উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে অভিযান সমাপ্ত করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান জানান, র‌্যাব অভিযানের আগে থানায় জানায়নি। এ ঘটনায় শনিবার দুপুরে তারা থানায় একটি জিডি করেছে। র‌্যাবের এসআই সোহেল এ জিডি করেন। উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যা ধ্বংস করতে তারা আদালতে আবেদন করেছে।

তিনি বলেন, তবে অভিযানের খবর পেয়ে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ আমরা ছুটে যাই। তাদের সঙ্গে কথাও বলেছি। আমরা বনের বাইরে ছিলাম। তারা জানিয়েছেন সাতছড়ির বনের প্রায় ৫ কিলোমিটার ভেতরে এ অভিযান চালানো হয়েছে। অভিযানের টিমে ৩০ জন সদস্য ছিলেন।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *