fbpx
হোম আন্তর্জাতিক শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলায় নিহত ২৯০
শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলায় নিহত ২৯০

শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলায় নিহত ২৯০

0

শ্রীলঙ্কার ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা সর্বশেষ প্রাপ্ত খবরে ২৯০ জন, এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা অনলাইন।

রবিবার স্টার সানডে’র উৎসবে প্রার্থনার সময়ে দেশটির রাজধানী কলম্বোসহ বিভিন্ন অঞ্চলের গির্জা ও ফাইভস্টার হোটেলে মোট ৮ দফা আত্মঘাতি বোমা হামলা করা হয়। এ হামলায় নিহত ২৯০ জনের মধ্যে ৩ জন ভারতীয় নাগরিক এবং ১ জন বাংলাদেশি নাগরিক। আহত ৫০০ জনের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক আছেন। আহত বাংলাদেশি ২ জন হলেন শেখ সেলিমের মেয়ে ও  জামাতা। নিহত হয়েছেন শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী।

শ্রীলঙ্কার ভয়াবহ এ সন্ত্রাসী হামলায় হতবাক বিশ্ব! শ্রীলঙ্কায় কোন ধর্মীয় ও রাজনৈতিক সংঘাত নেই। তবে দেশটির রাজনীতি ব্যাপকভাবে প্রধান দু’টি ধারায় বিভক্ত।

দেশটির পুলিশ প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলেছেন, আরো দশ দিন আগেই সতর্ক করা হয়েছিল হামলা সম্পর্কে। তবে পুলিশ প্রধান কেন যথাযথ ব্যবস্থা নেননি?

বিশ্লেষকদের ধারনা, শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলার পেছনে বড় কোন মদদ আছে। অনেকে নিউজিল্যান্ডের হামলা আর শ্রীলঙ্কার হামলাকে একই সন্ত্রাসবাদের উৎস বলে মনে করেন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *