fbpx
হোম শিক্ষাঙ্গন শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে সেটি তাদের ব্যাপার: ঢাবি উপাচার্য
শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে সেটি তাদের ব্যাপার: ঢাবি উপাচার্য

শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে সেটি তাদের ব্যাপার: ঢাবি উপাচার্য

0

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলমত ও আদর্শ পোষণ করার এখতিয়ার আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা এগুলো পরিচর্যা ও লালন কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দলমত-আদর্শ পোষণের এখতিয়ার আছে। 

শুক্রবার দুপুরে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোনো সংগঠন করবে না এটা তাদের একেবারেই নিজস্ব বিষয়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি। আমরা আশা করি অনুপ্রাণিত করি যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শকে যারাই ধারণ করবে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণ কেন্দ্র।

ডাকসুর বিষয়ে উপাচার্য বলেন, ডাকসু একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেমন প্রত্যাশা করেন আমরাও এটি প্রত্যাশা করি। নেতৃত্ব বিকাশের জন্য এটা খুবই জরুরি। যখন সুন্দর একটি পরিবেশ ও সবাই এক জায়গায় বুঝতে পারবে তখন বিগত সময়ের মতো আবারও আমরা ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে পারব।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *