fbpx
হোম শিক্ষাঙ্গন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় উচ্ছ্বসিত মিজানুর রহমান আজহারী
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় উচ্ছ্বসিত মিজানুর রহমান আজহারী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় উচ্ছ্বসিত মিজানুর রহমান আজহারী

0

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ায় মিজানুর রহমান আজহারী তার অফিসিয়াল ফেসবুক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

যদিও এখনো বিশ্ববিদ্যালয় খোলা হয়নি তবুও তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, করোনা অতিমারির অভিঘাতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর, স্বাস্থ্যবিধি মেনে, উৎসবমুখর পরিবেশে আজ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন তাই ঈদের আনন্দ। শিক্ষার্থীরা ফিরেছে তাদের জ্ঞান আহরণের আলোকিত ভূবনে। ১৮ মার্চ ২০২০ থেকে ১২ সেপ্টেম্বর ২০২১, প্রায় ৫৪৪ দিনের দীর্ঘ বিরতি। স্বাধীনতার পর থেকে দেশজুড়ে শিক্ষাঙ্গনে এত দীর্ঘ ছুটি আমরা আর কখনো দেখিনি।”

তিনি আরো বলেন, অনলাইন পাঠ কার্যক্রমে শহুরে শিক্ষার্থীরা কিছুটা উপকৃত হলেও পিছিয়ে পড়েছিল দেশের প্রান্তিক শিক্ষার্থীরা। তাছাড়া ডিভাইস আসক্তি এবং মাত্রাতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের ক্ষতি তো আছেই। দেরি করে হলেও, অবশেষে শিক্ষার্থীরা ফিরে এসেছে তাদের আপন নীড়ে।

সবশেষে তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, জাতির উজ্জ্বল ভবিষ্যৎ— নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এ দীর্ঘ একাডেমিক গ্যাপ আল্লাহ তা’আলা পুষিয়ে দিন, তারা পুনরায় পড়াশোনায় মনোযোগী হয়ে উঠুক, শিক্ষা কার্যক্রমের এ সংকট কেটে উঠুক শীঘ্রই, শিক্ষার্থীদের পদচারণায় আবারো মুখরিত হোক ক্যাম্পাসগুলো এবং প্রাণ ফিরে পাক প্রতিটি শিক্ষাকেন্দ্র; এই প্রত্যাশায়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *