fbpx
হোম অন্যান্য শাহজাদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাইঃ এমপি হাসিবুর রহমান
শাহজাদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাইঃ এমপি হাসিবুর রহমান

শাহজাদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাইঃ এমপি হাসিবুর রহমান

0

রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ আসনের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক শিল্প উপ-মন্ত্রী আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন। তিনি রবিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০১৮ এর ফল প্রকাশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথা বলেন।

আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি’র আর্থিক সহযোগীতায় শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন চতুর্থ তম বার্ষিক এ বৃত্তি পরীক্ষায় এবার সর্বমোট ১২৭ জন ছাত্র-ছাত্রীকে (ট্যালেন্টপুলে ৬২ জন এবং সাধারণ কোটায় ৬৫ জন) বৃত্তি প্রদান করেন। বৃত্তি প্রাপ্তদের প্রত্যেককে নগদ অর্থ এবং সনদপত্র প্রদান করা হয়।

শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, শাহ মো. শামসুজ্জোহা, উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর, মোছাঃ জাকিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভুমি), শাহজাদপুর, নাছির উদ্দীন, মেয়র (দায়িত্বপ্রাপ্ত), শাহজাদপুর পৌরসভা, মোঃ মামুনুর রশিদ লিয়াকত, ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, এলিজা খান, মহিলা ভাইস চেয়ারম্যান, শাহজাদপুর উপজেলা পরিষদ, মোঃ আতাউর রহমান, অফিসার ইনচার্জ, শাহজাদপুর থানা, এ এম আব্দুল আজীজ, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ শাহজাদপুর সরকারী কলেজ, আব্দুল মতিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মওলানা সাইফউদ্দিন এহিয়া ডিগ্রী কলেজ, আমিরুল ইসলাম শাহু, সাধারণ সম্পাদক,শাহজাদপুর পৌর আওয়ামীলীগ, আশিকুল হক দিনার, আহবায়ক, শাহজাদপুর উপজেলা যুবলীগ প্রমূখ।

এসোসিয়েশনের শিক্ষা ও পরীক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলীর সঞ্চালায় অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়েছে।তার নেতৃত্বেই এদেশ শিক্ষা, শিল্প ও সংস্কৃতিতেও সমৃদ্ধ হবে।তিনি শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করায় মাননীয় প্রধান মন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।আগামীদিনে যেকোন উন্নয়ন মূলক কর্মকান্ডে তিনি জনগনকে তার পাশে থাকার আহবান জানান।তিনি এসোসিয়েশনের জন্য একটি অফিস বরাদ্দের ঘোষণা দেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *