fbpx
হোম আন্তর্জাতিক লিবিয়ায় অভিবাসী আশ্রয়শিবিরে বিমান হামলা: নিহত ৪০
লিবিয়ায় অভিবাসী আশ্রয়শিবিরে বিমান হামলা: নিহত ৪০

লিবিয়ায় অভিবাসী আশ্রয়শিবিরে বিমান হামলা: নিহত ৪০

0

লিবিয়ায়ার রাজধানী ত্রিপোলির কাছে একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮০ জন। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশির ভাগই আফ্রিকান অভিবাসী। বাকিরা কোন দেশের তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। মঙ্গলবার ত্রিপোলির কাছে তাজোরা অঞ্চলে ওই হামলা চালানো হয়।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, আকাশ পথে চালানো ওই হামলায় আশ্রয়শিবিরে বিস্ফোরণ হয় বিকট শব্দে। সাম্প্রতিক সময়ে অবৈধ পথে ইউরোপ যাওয়ার জন্য অভিবাসীদের কাছে লিবিয়া হযে উঠেছে প্রাণকেন্দ্র। ইউরোপে পাঠানোর কথা বলে অনেক বিদেশীকে নিয়ে লিবিয়ায় অবর্ণনীয় অবস্থায় আটকে রাখে দালালচক্র। তারপর তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে ঠেলে দেয় উত্তাল সমুদ্রে। অনেক বাংলাদেশী সহ অভিবাসীরা এই দেশ থেকে ইউরোপের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করে মারা গেছেন। সম্প্রতি এমন দুটি ঘটনা ঘটেছে তিউনিশিয়া উপকূলের কাছে।

উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতাচ্যুত হয়ে নিহত হন লিবিয়ার দীর্ঘ সময়ের শাসক মুয়াম্মার গাদ্দাফি। তখন থেকেই এ দেশটিতে সহিংসতা ও বিভক্তি চরম আকার ধারণ করেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *