fbpx
হোম আন্তর্জাতিক রাজনৈতিক সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে অবসরেই যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
রাজনৈতিক সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে অবসরেই যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

রাজনৈতিক সংশ্লিষ্টতা উড়িয়ে দিয়ে অবসরেই যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

0

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া তার নির্ধারিত সময়েই অবসরে যাবেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, রাজনীতির সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের অবস্থান অরাজনৈতিকই থাকবে। 

এ ব্যাপারে আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার জানান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বাড়তি মেয়াদে দায়িত্ব পালন করবেন না। তিনি যথাসময়ে আগামী ২৯ নভেম্বরই অবসর নেবেন।

এ সময় তিনি পাকিস্তানের রাজনৈতিক দল ও জনসাধারণের প্রতি সেনাবাহিনীকে রাজনীতিতে না টেনে আনার আহ্বান জানিয়ে বলেন, জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির যেকোনো চেষ্টা জাতীয় স্বার্থের বিরোধী।

প্রসঙ্গত, পাকিস্তানে ইমরান খানের সরকারকে ক্ষমতাচ্যুত করা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। ইমরান খানের সরকারের পতনের পেছনে সেনাবাহিনীর মদত রয়েছে বলে অভিযোগের তীর উঠে। তবে বৃহস্পতিবার সেসব অভিযোগই উড়িয়ে দিল দেশটির সেনাবাহিনী।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *