fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১ লাখ মৃত্যুর পূর্বাভাস !
যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১ লাখ মৃত্যুর পূর্বাভাস !

যুক্তরাষ্ট্রে করোনায় আরও ১ লাখ মৃত্যুর পূর্বাভাস !

0
করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র। বাল্টিমোরভিত্তিক বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স জানিয়েছে, দেশটিতে মোট আক্রান্ত বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-তৃতীয়াংশ।
বিজ্ঞানীদের পূর্বাভাস আগামী জুন নাগাদ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা এক লাখ স্পর্শ করবে। সেদিকেই এগিয়ে যাচ্ছে দেশটি।
যুক্তরাষ্ট্রে আবারও ভয়ংকর রূপ ধারণ করেছে কোভিড নাইন্টিন। বৃহস্পতিবার (৭ মে) এখানে আরও দুই হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশটিতে ৭৬ হাজার ৯২৮ জন মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার। মোট আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৯২ হাজার ৬২৩ জন। করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডোমিটারে এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
এদিকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯ লাখ ১৬ হাজার ৩৩৮ জনে দাঁড়িয়েছে। ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাস শুক্রবার (৮ মে) সকাল ৯টা পর্যন্ত ২ লাখ ৭০ হাজার ৭১১ জন মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লাখ ৪৩ হাজার ৫৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৩ লাখ ২ হাজার ৫৭৩ জন। এদের মধ্যে ২২ লাখ ৫৩ হাজার ৬১৫ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৪৮ হাজার ৯৫৮ জনের অবস্থা গুরুতর।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *