fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস
যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস

যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ইসাইয়াস

0

হারিকেন ইসাইয়াস আঘাত হেনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায়। উইলমিংটনের ৬৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়ে সাউথ ক্যারোলিনার উত্তর-পূর্ব এবং নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের দিকে ধেয়ে আসছে এই হারিকেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) তাদের পূর্বাভাসে বলেছে, মঙ্গলবার ভোর তিনটা ১০ মিনিটে হারিকেন ইসাইয়াস নর্থ ক্যারোলিনার উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১৪০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আছড়ে পড়েছে। এনএইচসি জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যে সাউথ ক্যারোলিনার উত্তর-পূর্ব এবং নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে এই ঝড়। ইসাইয়াসের প্রভাবে ভারী বর্ষণ হতে পারে এবং একই সঙ্গে নদনদীর পানি উপচে পূর্ব ক্যারোলিনা এবং পূর্ব উপকূলীয় এলাকায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করে দেয় সংস্থাটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হানার পর ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল ইসাইয়াস। কিন্তু ঝড়টি পুনরায় শক্তি সঞ্চয় করে বর্তমানে এটি ক্যাটেগরি এক হারিকেনে রূপ নিয়েছে। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইসাইয়াসের আঘাতে অন্তত ২ জনের প্রাণহানি ঘটে।

সাউথ ক্যারোলিনার উত্তর-পূর্বাঞ্চলে এবং নর্থ ক্যারোলিনার দক্ষিণাঞ্চলের উপকূলীয় কিছু কিছু এলাকয়ে এবং তৎসংলগ্ন নৌপথে প্রাণঘাতী ঝড় এবং জলোচ্ছ্বাসের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দুই ক্যারোলিনার পূর্বাঞ্চলের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *