fbpx
হোম জাতীয় মুসাফিরের উদ্যোগে সীরাত প্রতিযোগীতা; গোল্ড মেডেলসহ ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা
মুসাফিরের উদ্যোগে সীরাত প্রতিযোগীতা; গোল্ড মেডেলসহ ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

মুসাফিরের উদ্যোগে সীরাত প্রতিযোগীতা; গোল্ড মেডেলসহ ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা

0

মুসাফির ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিযোগীতা ১৪৪৩ হিজরি। শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ইসলামী বইমেলা চত্ত্বরে সীরাত প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুসাফিরের পরিচালক ওমর ফারুক আব্দুল্লাহর পরিচালনায় সীরাত প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের প্রবীণ আলেম আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, ইসলামী স্কলার সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী, জাগ্রত কবি মুহিব খান, তা’মীরুল মিল্লাত কামিল মাদারাসার প্রিন্সিপাল ড. মুফতি আবু ইউছুফ খান, শায়েখ আবুল কাসেম গাজী, শায়েখ মাহমুদুল হাসান, শায়েখ ড. মুফতি মাসউদুর রহমান, শায়েখ রফিকুল ইসলাম মিয়াজী, মুস্তাফিজুর রহমান, ড. মাওলানা কামরুল হাসান শাহীন, গাউছিয়া পীর মুফতি ড. আব্দুল কাইয়ুম আল-আজহারী প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে সাইয়্যেদ কামাল উদ্দীন আব্দুল্লাহ জাফরী বলেন, আমরা সকল কাজে আমাদের নবী করীম সা. এর অনুসরণ করব। তিনি সকল ক্ষেত্রে আমাদের উসওয়া। সুতরাং ঈমাদের দিক থেকে চেতনার দিক থেকে তাকে অনুসরণে আমরা বাধ্য। আর তার জীবনীর আলোচনা ও চর্চা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে জাগ্রত কবি মুহিব খান বলেন, রাসূল সা. এর আদর্শ ও বাণী গোটা বিশ্বে ছড়িয়ে দেয়াই প্রত্যেক মুসলমানের কাজ। সেই কাজের অংশ হিসেবে মুসাফির ফাউন্ডেশন কর্তৃক ঘোষিত এই প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় সকলকে অংশগ্রহণ করার জন্য ও সহযোগীতা করার জন্য আহ্বান জানাই। সেই সাথে ইসলামী বইমেলার প্রাঙ্গণ আরও বড় ও উন্মুক্ত স্থানে করার আহ্বান জানান তিনি।

সীরাত প্রতিযোগীতার দুটি পর্ব থাকবে। প্রথম পর্ব কুইজ প্রতিযোগীতা, যা ফিকহুস সীরাহ বইয়ের উপর হবে। প্রথম পুরস্কার গোল্ড মেডেলসহ ১০৩ টি পুরস্কার দেওয়া হবে। প্রথম পর্বের বিজয়ীদের নিয়ে দ্বিতীয় পর্ব হবে। সেখানেও প্রথম পুরস্কার গোল্ড মেডেলসহ ১৩টি পুরস্কার দেয়া হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন fb.com/musaafirbd

অথবা www.musaafirbd.com

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *