fbpx
হোম আন্তর্জাতিক মুসলিমরা মমতার কারণে বলির পাঁঠা হচ্ছে: আসাদুদ্দিন
মুসলিমরা মমতার কারণে বলির পাঁঠা হচ্ছে: আসাদুদ্দিন

মুসলিমরা মমতার কারণে বলির পাঁঠা হচ্ছে: আসাদুদ্দিন

0

পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথমে কংগ্রেস, তারপর বামেরা, সবশেষে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলই তুষ্টিকরণের রাজনীতি করছে। এভাবেই এবারে তো দাগলেন মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি।

একইসঙ্গে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থতার কারণেই মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে। একইসঙ্গে ওয়েইসি তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে আক্রমণ করতেও ছাড়েননি।

আসাদুদ্দিন ওয়েইসি এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের দুধেল গাই বলেছিলেন। এখন ভোটের সময় তিনি মুসলিমদের বলছেন ভোট যেন ভাগ না হয়। প্রশ্ন তুলেন, যদি তোষনই না হয়ে থাকে তাহলে কেন এখন ভোট ভিক্ষা করছেন তিনি?

ওয়েইসি বলেন, বাংলায় সাম্প্রদায়িকতাবাদে অন্তর্দৃষ্টি দিতে গিয়ে ব্যর্থতার দায় সংখ্যালঘু মুসলিমদের ঘাড়ে চাপিয়ে তাদের বলির পাঁঠা করেছেন। রাজ্যে পঞ্চম দফা ভোটের আগে ওয়েইসি সুর চড়িয়ে বলেন, বাংলায় তৃণমূলের শাসনেই সবথেকে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুরা।

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, বাংলায় মুসলিমদের সংখ্যা ২৭ শতাংশ। কিন্ত চাকরি করছেন মাত্র ৬ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের মধ্যে মাত্র ১১ শতাংশ মুসলিম। বাংলায় গ্রামে থাকা মুসলিমদের ৮০ শতাংশের মাসে আয় ৫ হাজার টাকার নীচে। স্বাস্থ্য ক্ষেত্রে রাজ্যে সবথেকে খারাপ অবস্থায় থাকা ছয়টি জেলায় মুসলিম জনসংখ্যা ২৫ শতাংশের বেশি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *