fbpx
হোম জাতীয় মুক্তি পেয়েই কেঁদে ফেললেন জল্লাদ শাহজাহান
মুক্তি পেয়েই কেঁদে ফেললেন জল্লাদ শাহজাহান

মুক্তি পেয়েই কেঁদে ফেললেন জল্লাদ শাহজাহান

0

শাহজাহান ভূঁইয়া।
টানা ৩২ বছর সাজা ভোগের পর মুক্তি পেলেন শাহজাহান ভূঁইয়া। কারাগারে থাকাকালীন ২৬ জনকে ফাঁসির দড়িতে ঝোলানো এ জল্লাদ মুক্তি পেয়েই কেঁদে ফেলেন। রোববার (১৮ জুন) বেলা পৌনে ১২টায় কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
কারাগারটির জেলার মাহাবুবুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের জনান। তিনি জানান, শাহজাহানের মোট ৪২ বছর সাজা হয়েছিল। এর মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি ১০ বছর ৫ মাস ২৮ দিনের সাজা রেয়াত পেয়েছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, ল্যান্সার মহিউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন আবদুল মাজেদ, যুদ্ধাপরাধী কাদের মোল্লা, মুহাম্মদ কামারুজ্জামান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সালাহ উদ্দিন কাদের (সাকা) চৌধুরী, মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলাভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামি মনির, ডেইজি হত্যা মামলার আসামি হাসানসহ বাংলাদেশের আলোচিত ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান।
১৯৯১ সালে মানিকগঞ্জের একটি মামলায় শাহজাহানকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। এরপর দেশের বিভিন্ন জেলে রাখা হয় শাহজাহানকে।

 

 

 

 

কালবেলা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *