fbpx
হোম আন্তর্জাতিক মাহাথির-আনোয়ারের মধ্যে চলছে ক্ষমতার লড়াই
মাহাথির-আনোয়ারের মধ্যে চলছে ক্ষমতার লড়াই

মাহাথির-আনোয়ারের মধ্যে চলছে ক্ষমতার লড়াই

0

মালয়েশিয়ায় অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও আলোচিত রাজনীতিক আনোয়ার ইব্রাহিমের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। মাহাথির মোহাম্মদ দলীয় নয়, সাধারণ মানুষের সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। এরই মধ্যে আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, পাকাতান হারাপান জোট তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। দুই নেতার লড়াইয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থার আশঙ্কা করা হচ্ছে।

আনোয়ার ইব্রাহিম গতকাল জানান, পাকাতান হারাপানের ৯২ এমপির সবাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন। তার দল পিপলস জাস্টিস পার্টির (পিকেআর) নেতৃবৃন্দও জানিয়েছেন, আনোয়ার ইব্রাহিমকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিচ্ছেন। মাহাথির মোহাম্মদ গত সোমবার পদত্যাগের পরই রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হয়। বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী মাহাথির (৯৪) চান জনগণের সরকার গঠন করতে, যেখানে কোনো রাজনৈতিক দলের প্রাধান্য থাকবে না।

গতকাল বুধবার জাতির উদ্দেশে এক ভাষণে মাহাথির পদত্যাগ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, মানুষ হিসেবে আমি ভুল করতেই পারি। তাই আমার পদত্যাগ ভুল হলে আমি ক্ষমাপ্রার্থী। সম্ভব হলে আমি কেবল দেশ ও জনগণের কথা বলবে এমন সরকার গঠন করতে চাই।

আনোয়ার ইব্রাহিম বলেন, ব্যাকডোর সরকারকে তিনি সমর্থন করেন না। তিনি বলেন, মাহাথিরকে পাকাতান হারাপানের বৈঠকে সভাপতিত্ব করতে আমন্ত্রণ জানানো হলেও তিনি অংশ নেননি। এরপর বৈঠকে তাকেই প্রধানমন্ত্রী পদে সমর্থন জানায় প্রেসিডেন্সিয়াল কমিটি।

আনোয়ার জানান, আমরা এখন রাজার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সুলতান আব্দুল্লাহ সুলতান আহমেদ শাহ গত দুই দিন ধরে ২২২ এমপির সবার সঙ্গে বৈঠক করছেন। তারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দেবেন সেটি জানার চেষ্টা করছেন রাজা।

সুত্রঃ আল-জাজিরা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *