fbpx
হোম রাজনীতি মাথাব্যথা একটাই, নির্বাচনকালীন সরকারে কারা থাকবে: ফখরুল
মাথাব্যথা একটাই, নির্বাচনকালীন সরকারে কারা থাকবে: ফখরুল

মাথাব্যথা একটাই, নির্বাচনকালীন সরকারে কারা থাকবে: ফখরুল

0

পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন (ইসি) গঠন করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই। মাথাব্যথা একটা বিষয় নিয়েই যে নির্বাচনকালীন সরকারে কারা থাকবে। নির্বাচন কমিশন নয়, সার্চ কমিটি নয়, আমাদের একমাত্র দাবি, তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‘সরকারের পদত্যাগের মধ্য দিয়ে একটি নিরপেক্ষ সরকারের অধীনে ১৯৯১ সালের মতো তাদেরকে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ ইসির মাধ্যমে সুষ্ঠু ভোট করতে হবে।’

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

বিকালে রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘২৭ ফেব্রুয়ারি, ১৯৯১ নির্বাচন : নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের রোল মডেল’ শীর্ষক এই আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, দেশে যে সংকট চলছে এখান থেকে বেরিয়ে আসতে হলে আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পদত্যাগের বিকল্প নেই। সরকারে পতন এবং একটি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই দেশের এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আর কোনো দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়। এই দেশকে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করবার জন্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। যাতে দুর্বার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিবাদী, স্বৈরাচারী, আওয়ামী লীগ সরকারকে সরিয়ে সত্যিকার অর্থেই একটা জনগণের সরকার গঠন করতে পারি।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুস সালামের সঞ্চালনায় এতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, আহমেদ আজম খান, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, শ্রমিক দলের মোস্তাফিজুল করীম মজুমদার, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুল, তাঁতী দলের আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *