fbpx
হোম জাতীয় ‘ভারত-বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তার পানি বণ্টনের সমাধান’
‘ভারত-বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তার পানি বণ্টনের সমাধান’

‘ভারত-বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তার পানি বণ্টনের সমাধান’

0

ভারত ও বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তা পানি বণ্টনের সমাধান হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে সিলেট-শ্রীমঙ্গল ও সিলেট-হবিগঞ্জ রুটে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন শেষ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রী এ কথা জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন গঙ্গার পানি বণ্টনের কথা ভুলে গেলেও আওয়ামী লীগ সরকার ভুলে যায়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে অচিরেই তিস্তা পানি বণ্টনেরও সমাধান হবে এবং এ বিষয়ে আলোচনা হচ্ছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিআরটিসির যাত্রীবাহী গাড়ির সংখ্যা বেড়েছে। কিন্তু যে হারে আয় বাড়ার কথা সে হারে বাড়ছে না। তবুও দেশের জনগণকে সেবা দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

এ সময় মহাসড়কে ঘন কুয়াশা থাকায় সাবধানে গাড়ি চালাতে চালকদের প্রতিও নির্দেশ দেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘যত আসন তত যাত্রী’ নীতি প্রতিপালনের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি গাড়িতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করতে হবে। এই নিয়ম না মানলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মালিক ও শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ করছি।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান, সিলেট বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *