fbpx
হোম আন্তর্জাতিক ভারত জুড়ে অবরোধের ডাক কৃষকদের
ভারত জুড়ে অবরোধের ডাক কৃষকদের

ভারত জুড়ে অবরোধের ডাক কৃষকদের

0

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘ভারত বন্ধের’ ডাক দিয়েছে দেশটির কৃষক ইউনিয়নগুলো। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অবরোধ চলেছিল। এই সময়ে বন্ধ থাকবে পরিবহন সেবা, অফিস ও দোকানপাট। এছাড়া কৃষকেরা মহাসড়ক ও টোল প্লাজা অবরোধ করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে কৃষকদের সাথে দেশটির ১১ বিরোধী দলসহ সঙ্গ দিচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্ররা। তবে আন্দোলনকারী কৃষকরা তাদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে অনুমতি প্রদান করবে না। এমনকি কোন ভাবেই সংঘাতে জড়াবে না। যে কোনও মূল্যে আন্দোলনকারীদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে কৃষক সংগঠনগুলো।​

হাউস অ্যারেস্টে কেজরিওয়াল! সোমবার সিংঘু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করেছিলেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি কৃষক আন্দোলনে সমর্থন জানিয়েছিলেন ৷ এরপর থেকে কেজরিওয়ালের বাড়ির চারপাশে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে পুলিশ ৷ গৃহমন্ত্রকের নির্দেশে কেজরিওয়ালকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে।

সোমবার দিল্লির সিঙ্ঘু সীমান্তে দেশটির কৃষক নেতা দর্শন পাল বলেন, (মঙ্গলবার) গোটা দিন বন্ধ পালন করা হবে। চাকা জ্যাম করা হবে বিকেল ৩টা পর্যন্ত। তবে যাই হোক আমরা কৃষকদের আন্দোলন মঞ্চে কোনও রাজনৈতিক নেতাকে উঠতে দেব না।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *