fbpx
হোম আন্তর্জাতিক ভারতে দৈনিক ৩ লাখ আক্রান্তের সম্ভাবনা, তালিকায় বাংলাদেশ ও পাকিস্তান
ভারতে দৈনিক ৩ লাখ আক্রান্তের সম্ভাবনা, তালিকায় বাংলাদেশ ও পাকিস্তান

ভারতে দৈনিক ৩ লাখ আক্রান্তের সম্ভাবনা, তালিকায় বাংলাদেশ ও পাকিস্তান

0

আগামী ফেব্রুয়ারিতে ভারতে দৈনিক প্রায় তিন লাখ মানুষ আক্রান্ত হবে। চলমান পরিস্থিতি না বদলালে বিশ্বে করোনা আক্রান্ত দেশগুলোর তালিকায় শীর্ষে পৌঁছে যাবে দেশটি। পেছনে ফেলে দেবে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়াকে।

সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে পরিস্থিতি হবে সবচেয়ে ভয়াবহ। করোনা ভাইরাস নিয়ে ভারতের জন্য এ উদ্বেগের কথা শোনাল যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)। ৮৪টি দেশে বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশের (৪৭৫ কোটি) ওপর সমীক্ষা চালিয়ে উদ্বেগজনক এ পূর্বাভাস দিয়েছে এমআইটি’র স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্ট।

গবেষণায় এমআইটি জানিয়েছে, করোনা সংক্রমণে আরও উদ্বেগজনক পরিস্থিতি দেখা দেবে বাংলাদেশ, পাকিস্তান ও আমেরিকায়। আগামী আট মাসে। গবেষকদের পূর্বাভাস, কোনো কার্যকরী টিকা না বের হলে আগামী শীতের শেষ দিকে ফেব্রুয়ারি মাসে ভারতে করোনায় আক্রান্ত হবে দৈনিক দুই লাখ ৮৭ হাজার মানুষ। আর আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছfবে ২০ থেকে ৬০ কোটির মধ্যে।

স্লোয়ান স্কুল অব ম্যানেজমেন্টের গবেষকরা এ সমীক্ষা চালাতে গিয়ে দুটি বিশেষ মডেল ব্যবহার করেছেন। একটি, ‘এসইআইআর (সাসেপ্টেবল, এক্সপোজ?ড, ইনফেকশাস, রিকভার্ড)’। অন্য মডেলটি পুরোপুরি গাণিতিক। কোনো সংক্রামক ব্যাধির সংক্রমণ কতটা হতে পারে, তার আঁচ পেতে যে মডেলটি ব্যবহার করে থাকেন এপিডিমিয়োলজিস্টরা।

এমআইটি’র অধ্যাপক হাফিজুর রহমানদাদ ও জন স্টারম্যান এবং পিএইচডি প্রার্থী সে ইয়াং লিম বিশ্বের ১০ দেশের দৈনিক সংক্রমণের পূর্বাভাস তালিকা তুলে ধরেছেন। তাদের সমীক্ষা জানিয়েছে, টিকা না বেরলে আগামী ফেব্রুয়ারির শেষে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সব দেশকেই টপকাবে ভারত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *