fbpx
হোম আন্তর্জাতিক ভারতে কাকের বিরিয়ানি বিক্রি
ভারতে কাকের বিরিয়ানি বিক্রি

ভারতে কাকের বিরিয়ানি বিক্রি

0

ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে মুরগির মাংসের সঙ্গে কাকের মাংস মিশিয়ে বিরিয়ানি রান্না করে বিক্রি করা হচ্ছিল। বহুদিন ধরে এমন কাণ্ড চালিয়ে আসছিলেন তারা।

সম্প্রতি এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫০ মৃত পাখিও উদ্ধার করা হয়েছে।- খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার

তবে পুলিশের জেরায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। খবরে বলা হয়েছে– বহুদিন ধরেই মুরগির মাংসের নামে কাকের মাংস বিক্রি করে আসছিলেন তারা।

রামেশ্বরম মন্দিরের শহর বলে পরিচিত। বহু পুণ্যার্থী সেখানে তীর্থযাত্রায় যান। সম্প্রতি এই তীর্থযাত্রীরা যখন একটি মন্দিরে পূর্বপুরুষের স্মরণে কাকদের খাবার খাওয়াচ্ছিলেন, তখন দেখেন খাবার খেয়ে এক এক করে অসংখ্য কাক মারা যাচ্ছে।

সন্দেহ শুরু এখান থেকেই। তারা বিষয়টি পুলিশকে জানিয়েছেন। শুরু হয় তদন্ত। দেখা গেছে, খাবারের মধ্যে বিষ মেশানো ছিল।

এসব মরা কাকের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে মুরগির মাংস বলে খাওয়ানো হচ্ছিল ক্রেতাদের।

২০১৮ সালে চেন্নাইতেও এমন ঘটনা ধরা পড়েছিল। তখন দেশটির নিরাপদ খাদ্য অধিদফতর দেখেছিল, যোধপুর থেকে এক হাজার কিলোগ্রাম মাংস আসছে ট্রেনযোগে। সেই মাংসের ভেতর কাকের দীর্ঘ লেজ দেখার পরেই লোকজনের সন্দেহ হয়েছিল।

যদিও এ মামলার এখনও নিষ্পত্তি হয়নি। ২০১৬ সালে মুম্বাইয়েও রাস্তার কুকুর ধরে হত্যা করে সেই মাংস বিক্রি করতে দেখা গেছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *