fbpx
হোম আন্তর্জাতিক ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নাখোশ মাহাথির
ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নাখোশ মাহাথির

ভারতের নাগরিকত্ব আইন নিয়ে নাখোশ মাহাথির

0

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে নাখোশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি এই আইনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আলজাজিরার খবরে বলা হয়েছে, কুয়ালালামপুর সামিট-২০১৯-এর সাইডলাইনে মাহাথির মোহাম্মদ ভারতের নাগরিকত্ব আইনের সমালোচনা করেন। তিনি বলেন, ভারতীয়রা যখন ৭০ বছর ধরে একসঙ্গে কোনো সমস্যা ছাড়াই বসবাস করে আসছে, তখন এই আইনের প্রয়োজনীয়তা কি? এই আইনের কারণে এখন মানুষ মারা যাচ্ছে।

তিনি বলেন, আমি এই ভারতকে দেখে খুবই মর্মাহত। ভারত নিজেকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাবি করে। এখন কিছু মুসলিমকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পদক্ষেপ নিচ্ছে।

৯৪ বছর বয়সী এই নেতা আরও বলেন, যদি একই পদক্ষেপ আমরা এখানে নিই তাহলে কী হবে? অবশ্যই অনেক বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি হবে। সবাইকে ভুগতে হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *