fbpx
হোম রাজনীতি ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের ২১ জনকে সাজা ঘোষণা
ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের ২১ জনকে সাজা ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের ২১ জনকে সাজা ঘোষণা

0

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের মামলায় জেলা জামায়াতের ২১ জনকে ২ বছর ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০০/- টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে সাতজন আসামি উপস্থিত ছিলেন। বাকি ১৪ জন আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের বিরোদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে জানা যায়, গত ৪ ডিসেম্বর ২০১২ সালে চারদলীয় জোটের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পীরবাড়িতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় তৎকালীন জেলা জামায়াতের আমীর কাজী নজরুল ইসলাম খাদেম, জেলা সেক্রেটারী সৈয়দ গোলাম সারোয়ারসহ ১৩ জনের নাম ও অজ্ঞাত আরো কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

সদর থানার তৎকালীন এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে তৎকালীন এসআই মো. আতিকুর রহমান মামলাটি তদন্ত করে ২০১৩ সালের ৩১ আগস্ট মামলায় এজাহারকারীদের নামসহ মোট ২১ জনকে আসামি করে আদালতে একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

রবিবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলার সমস্ত সাক্ষ্য-প্রমাণের ওপর ভিত্তি করে ২১ জন আসামীর প্রত্যেককে ২ বছর ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০০/- টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাস করে কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার সময় ২১ আসামির মধ্যে কাজী আবু জাহের, এমানুর রহমান, মহসিন মিয়া, ফরহাদ উদ্দিন,মো. শহীদুল ইসলাম, সানাউল্লাহ, আজিজুল হাকিম তানভীর উপস্থিত ছিলেন।

এইদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল বাশার চৌধুরী সাধন জানান, আমরা এই রায়ে সংক্ষুব্ধ। আমরা নিম্ন আদালতে ন্যায়বিচার পাই নাই। সুতরাং ন্যায়বিচারের স্বার্থে আমরা উচ্চ আদালতে খুব শীগ্রই আপিল করবো এবং আশা করি উচ্চ আদালত দেশের মানুষকে ন্যায়বিচার দিয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করবেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *