fbpx
হোম অন্যান্য বিশ্বের সবচেয়ে বড় যে ফুল আশ্চর্যজনকভাবে চুষে নেয় শরীরের নির্যাস !
বিশ্বের সবচেয়ে বড় যে ফুল আশ্চর্যজনকভাবে চুষে নেয় শরীরের নির্যাস !

বিশ্বের সবচেয়ে বড় যে ফুল আশ্চর্যজনকভাবে চুষে নেয় শরীরের নির্যাস !

0

ফুল তো প্রায় ওজনহীন! এই দিয়ে কি আঘাত করা যায়? কিন্তু কথায় বলে, ফুলের ঘায়ে মূর্ছা যায়! তা দিয়ে মানুষ খুন সম্ভব? শুনতে অবিশ্বাস্য লাগছে, তবে এও সম্ভব হতে পারে ? হ্যাঁ এমন ফুলও রয়েছে এই পৃথিবীতে। এটির দেখা মেলে ইন্দোনেশিয়ায়।

র‍্যাফ্লেসিয়া প্রজাতির ফুল। এই ফুলের ওজন হতে পারে ১০ থেকে ১১ কেজি পর্যন্ত হয়। এটি বিশ্বের বৃহত্তম ফুলও বটে। ইন্দোনেশিয়ায় দেখা মেলে বিশ্বের বৃহত্তম ফুলের। র‍্যাফ্লেসিয়া-র ২৮টি ‘ভেরিফায়েড’ ও চারটি ‘আনভেরিফায়েড’ প্রজাতির খোঁজ মেলে পৃথিবীতে। এই ২৮ প্রজাতির একটি হল ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’।

দুই বছর আগে ইন্দোনেশিয়ায় এই প্রজাতির ফুল পাওয়া গিয়েছিল। ঐ ফুলের ব্যাস ছিল ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চির মতো। ওজন ছিল ১০ কেজিরও বেশি।

র‍্যাফ্লেসিয়া ইন্দোনেশিয়ার জাতীয় ফুলও বটে। কোনো দেশে এমন আশ্চর্য ফুল পাওয়া গেলে তাকে জাতীয় ফুল না করে উপায়ও থাকে না। মাঝে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় একটি র‍্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছিল। সেটির ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার।

উল্লেখ্য, মাংসাশী উদ্ভিদের এই ফুলটি থেকে পচা মাংসের মতো গন্ধ বের হয়। এই গন্ধ পোকামাকড় ও মাছিদের আকৃষ্ট করে। ফুলের মাঝের গর্তে যখন পোকা বসে ঠিক তখনই বিরাট পাপড়িতে গাঁয়ে থাকা আঁঠা তাদের শরীরে লেগে যায়। এরপর ফুলটি পোকার শরীরের নির্যাস শুষে নেয়। খুন হয়ে যায় পোকারা। তবে আশ্চর্য ফুল র‍্যাফ্লেসিয়ার আয়ু এক সপ্তাহ মতো হয়ে থাকে।

উল্লেখ্য, র‍্যাফ্লেসিয়া নামকরণের পেছনে রয়েছেন এক ইংরেজ সাহেব। তিনিই এই ফুল আবিষ্কার করেছিলেন বহু বছর আগে, সেই ইংরেজ উপনিবেশ আমলে। ইন্দিনেশিয়াতেই এই ফুল খুঁজে পেয়েছিলেন তিনি। ভদ্রলোকের নাম ছিল স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেস।

 

সূত্র: সংবাদ প্রতিদিন

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *