fbpx
হোম জাতীয় বিশ্বের ক্ষমতাধর নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯তম
বিশ্বের ক্ষমতাধর নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯তম

বিশ্বের ক্ষমতাধর নারীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯তম

0

বিশ্বের ক্ষমতাধর একশ নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ২৯তম ।

যুক্তরাষ্ট্রভিত্তিক ফোরবেস ম্যাগাজিনের তালিকায় ২০১৯ সালের বিশ্বের একশ’ ক্ষমতাধর নারীর তালিকায় শীর্ষে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল। বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের প্রধান ক্রিস্টিন লগার্ড, তৃতীয় অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।

ফোরবেসের প্রতিবদেনে বলা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। খাদ্য নিরাপত্তা এবং জনগণের শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রাপ্তিতে গুরুত্ব দিচ্ছেন তিনি। তার দল বাংলাদেশ আওয়ামী লীগ সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৮ আসনে বিজয়ী হয়েছেন। বাংলাদেশে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা।

এর আগে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরচুনের করা বিশ্বের প্রভাবশালী শীর্ষনেতাদের তালিকায় স্থান পেয়েছিলেন শেখ হাসিনা। টাইম ম্যাগাজিনের করা প্রভাবশালীদের তালিকায়ও ছিলেন তিনি। ফোরবেসের গত বছরের তালিকায় শেখ হাসিনার অবস্থান ছিল ২৬তম। এর আগের বছর তিনি ছিলেন ৩০ নম্বরে, তার আগের বছর ৩৬ নম্বরে এবং ২০১৫ সালের তালিকায় তার অবস্থান ছিল ৫৯তম।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *