fbpx
হোম বিনোদন বিবেক জাগানিয়া গান ‘মানুষ কবে মানুষ হবে’
বিবেক জাগানিয়া গান ‘মানুষ কবে মানুষ হবে’

বিবেক জাগানিয়া গান ‘মানুষ কবে মানুষ হবে’

0

বর্তমান সময়ে মানুষের বিবেকের উল্টোপথ ধরে যাত্রার এক কঠিন সময়ের উপলব্ধি মূলক গান করেছেন জীবনমুখী গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক।

গান ‘মানুষ কবে মানুষ হবে’। গানটির কথা লিখেছেন এই সময়ের তারুণ্যের রাজপুত্র খায়রুল বাবুই। খায়রুল বাবুইয়ের  কথায় সুর দিয়ে গেয়েছেন আমিরুল মোমেনীন মানিক।

সঙ্গীত পরিচালক এসকে সমীরের সঙ্গীতায়োজনে গানের কথাগুলো এরকম: তোমার প্রেমে প্রার্থনা কই/ধর্ম কেন বন্দী তালায়/শিক্ষা এবং দীক্ষা তুমি/নিয়েছ কোন কর্মশালায়/শিখেছ কী দেখে দেখে/ভুলগুলোকে কোথায় রেখে/বলো আমায় কখন কবে/মানুষগুলো মানুষ হবে।

গানটি ইতোমধ্যে শিল্পীর ব্যক্তিগত ইউটিউব ‘মানিক মিউজক’ চ্যানেলে প্রকাশ পেয়েছে। বাংলাদেশের জীবনমুখী গানে আমিরুল মোমেনীন মানিক ইতোমধ্যে তাঁর স্বকীয়তা চিনিয়েছেন। নচিকেতার সঙ্গে মানিকের ‘আয় ভোর’ শিরোনামের গানটি বাংলা সঙ্গীতের এক অনন্য সংযোজন।

‘মানুষ কবে মানুষ হবে’ প্রসঙ্গে শিল্পী মানিক বলেন, চারদিকে তাকালে কেবল মানুষের মুখওয়ালা প্রাণী দেখতে পাই। মাঝে মধ্যে আয়নায় নিজেকে দেখে ভড়কে যাই, আরে আমি কি মানুষ ? না অন্য কিছু ? তবুও সিন্দাবাদের নতুন সফরের মতো আশা জাগিয়ে রাখি। স্বপ্ন দেখি, সকাল আসবেই। ফুটফুটে ভোরের আলোয় মানুষগুলো মানুষ হবে।

গীতিকবি খায়রুল বাবুই বলেন, মানুষ হবার জন্য নিরন্তর ধ্যানই এরকম গান তৈরীর সাহস যুগিয়েছে । ভিউয়ের লড়াইয়ে আমরা জিততে চাই না । চাই, বর্তমান এবং অনাগত সময়ে আলো দেখাক ‘মানুষ কবে মানুষ হবে’।
‘মানুষ কবে মানুষ হবে’ গানের লিংক :
https://youtu.be/IhXz28W2hwM
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *