fbpx
হোম রাজনীতি বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ
বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

0

আওয়ামী লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙ্গে নিজেদের কব্জায় নিয়েছে বলে মন্তব্য করেছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ ।

তিনি বুধবার (১ জানুয়ারী ২০২০) বিকাল সাড়ে ৩ টায় চট্টগ্রাম পুরাতন চান্দগাঁও থানার সামনে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের উপর হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনই জনগণকে বিশ্বাস করে না। সেজন্য ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের দলীয় কব্জায় নিয়েছে। চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের জোয়ার দেখে পরাজয় নিশ্চিত জেনে পেশী শক্তি দেখানোর জন্য নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের ওপর রাতের আধারে ন্যাক্কারজনক হামলা করেছে। এই হামলা প্রমাণ করে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়। জনগণের ওপর আস্থা নেই।

বিশেষ অতিথির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, চান্দগাঁও’র মাটির সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার সম্পর্ক। কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার অমর বাণী ঘোষণা করেছিলেন। সেই চান্দগাঁও’র সন্তান নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর রাতের আঁধারে আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ হামলা করেছে। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে চান্দগাঁও’র মানুষের ভোট পাবে না বিধায় পেশী শক্তি প্রদর্শনে ব্যস্ত আওয়ামী লীগ।

প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি পুরাতন চান্দগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি সবুক্তগীন সিদ্দিকী মক্কি, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা সদস্য মফজল আহমদ চৌধুরী। এ সময় আরও মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ-সভাপতি নুর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব ও এম এ রাজ্জাক প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *