fbpx
হোম অন্যান্য বাংলাদেশ ঘুরে দেখার জন্য বাইসাইকেলে যাত্রা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক !
বাংলাদেশ ঘুরে দেখার জন্য বাইসাইকেলে যাত্রা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক !

বাংলাদেশ ঘুরে দেখার জন্য বাইসাইকেলে যাত্রা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক !

0

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাইসাইকেলে চড়ে পুরো বাংলাদেশ ঘুরে দেখার আশায় উদগ্রীব হয়ে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কামাল হোসেনের ছেলে আবু হানিফ নোমান (২৫) নামের এক দুঃসাহসী যুবক।

১লা নভেম্বর ২০২০, চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছেন এই যুবক। ইতিমধ্যে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, নরসিংদী, রংপুর, লালমনিরহাট, শেরপুর, ইত্যাদি ২২ টি জেলায় ভ্রমণ সম্পন্ন করে বর্তমানে তিনি নীলফামারী জেলায় আছেন।

কেন এই উদ্যোগ জানতে চাইলে তিনি মুঠোফোনে চেঞ্জ টিভি কে জানান “সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়” নিয়ে তিনি এই যাত্রা শুরু করেছেন। কিভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছেন জানতে চাইলে তিনি জানান- স্কুলে, কলেজে, মাঠে, ঘাটে, বাজারে যে খানে যাদেরকে পাচ্ছেন তাদের কাছে গিয়ে তিনি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বলছেন:-

* গাছ লাগান – পরিবেশ বাঁচান।
* ১টি করে ফলজ ও বনজ গাছ লাগান – অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হউন।
* পলিথিন ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার পরিহার করুন।
* ড্রেনে বর্জ্য ফেলা পরিহার করুন।
* ডাস্টবিন বা নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন।
* দূষিত ও অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলা বন্ধ করুন।
* কল কারখানার দূষণ রোধ করুন।
* ইট-ভাটার দূষণ রোধ করুন।
* পরিবহণের ক্ষতিকর দূষণ রোধ করুন।

শুধুমাত্র বাইসাইকেলে কেন এমন দুঃসাহসী যাত্রা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব বাহন। এতে সরকারি জ্বলানি খরচ বাঁচবে, পরিবেশ সুন্দর হবে। তাই আমি সাইকেল ব্যবহার করছি।’

এমন দুঃসাহসী পথিকের পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে তিনি বাংলাদেশ থেকে বাইসাইকেলে চড়ে ওমরা হজের উদ্দেশ্যে রওনা দেওয়ার ইচ্ছার কথা জানান।

 

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *