fbpx
হোম অন্যান্য বন্যার্তদের পাশে তৃতীয় যুদ্ধ
বন্যার্তদের পাশে তৃতীয় যুদ্ধ

বন্যার্তদের পাশে তৃতীয় যুদ্ধ

0

তৃতীয় যুদ্ধ। এটি একটি সামাজিক সংগঠনের নাম। যার উদ্দেশ্য হলো বিভিন্ন সামাজিক কাজে নিজেদের অংশগ্রহনের মধ্য দিয়ে সাধারণদের পাশে দাড়ানো।

এই ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী সংগঠনটি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বেশ কিছু উদ্যোমী তরুণদের সঙ্গে নিয়ে কাজ করছে। সম্প্রতি করোনায় অসহায়দের মাঝে খাবার বিতরণের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে আর্ত মানবতার সেবায় এগিয়ে আসা তৃতীয় যুদ্ধ।

তারই ধারাবাহিকতায় এবার এগিয়ে এসেছে বন্যার্তদের মাঝে। তিস্তার পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় উপজেলার দহগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের ১ হাজারেরও বেশি ঘরবাড়িসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে মানবেতর জীবন-যাপন করছে সেখানকার মানুষ। তাদের এই কঠিন সময়ে তৃতীয় যুদ্ধের সদস্যরা উপস্থিত খাবার সংগ্রহ করে তাদের মাঝে পৌছানোর ব্যবস্থা করেন।

বন্যার্তদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা খুব বিপদে পড়েছে। এমন বন্যা গত ৩০ বছরেও দেখেনি বলে জানান। তারা বলেন, আমাদের জন্য সংগঠনটির খাবার বিতরণের উদ্যোগ দেখে আমরা সবাই খুশি।

সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক সায়েদুল ইসলাম মিঠু বলেন,  আমরা যখন জানতে পারলাম দহগ্রাম ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাদুর্গত মানুষদের বাড়িতে পানি থাকায় সেখানকার পরিবারগুলো রান্না করতে না পেরে খাবার সংকটে রয়েছে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ৫০০ প্যাকেট খিচুড়ি নিয়ে আমরা সেখানে বিতরণ করি। ফলে বানভাসী মানুষদের সামান্য হলেও ক্ষুধা মেটানো সম্ভব হয়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের পাশে আছি।

উল্লেখ্য, পাটগ্রামের সাম্প্রতিক সমস্যা মোকাবিলায় সংঘবদ্ধ হয়ে কাজ করার জন্য সংগঠনটি ফেসবুকে একটি গ্রুপ খুলেছে। যেখানে সব প্রস্তাব উপস্থাপন করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেন তারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *