fbpx
হোম অন্যান্য ‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন
‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২৩’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

0

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের পর্যটন শিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২৩’।

১৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ বিভাগের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশন (বিটিইএ) এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২২ প্রশ্ন ব্যাংক’ শীর্ষক বইটির প্রশংসা করে বলেন, প্রায় ৮৬ লাখ শিক্ষার্থীর মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের পর্যটন শিল্পকে নতুনভাবে তুলে ধরতে সহায়তা করবে। ‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২৩’ এর আয়োজন করায় সংগঠনটিকে ধন্যবাদ জানান ও অলিম্পিয়াডের সার্বিক সাফল্য কামনা করেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দো-ইউরোপিয়ান চেম্বার অব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের প্রেসিডেন্ট ও বেসরকারি উন্নয়ন সংস্থা রিসডা বাংলাদেশের চেয়ারম্যান মো. নূরুজ্জামান মুন্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তাষ কুমার দেব, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের চেয়ারম্যান লায়ন মো. গনি মিয়া বাবুল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান ড. জহির উদ্দিন আরিফ ও এনপিআই ইউনিভার্সিটি অব মানিকগঞ্জের পরিচালক ড. মো. ফারুক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের পরিচালক (অপারেশন) কিশোর রায়হান। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোয়েব উর রহমান।

বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াডের অ্যাম্বাসেডর, সংগঠনটির পরিচালক ও উপদেষ্টা এবং দেশের বিভিন্ন অঞ্চল ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াডের বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির পরিচালক (অপারেশন) কিশোর রায়হান।

বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার্স অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর ‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২৩’ এর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড- স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের পর্যটন সম্পর্কে অবহিত করতে সহায়তা করবে। এ ট্যুরিজমের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে দেশপ্রেমের নতুন দৃষ্টিভঙ্গির সূচনাও হবে।

তিনি বলেন, নবম-দশম, একাদশ-দ্বাদশ এ চার শ্রেণিতে প্রায় ৮৬ লাখের বেশি শিক্ষার্থী রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর পরিবারে পাঁচজন করে সদস্য থাকলে মোট দেড় কোটির বেশি মানুষ সরাসরি বঙ্গবন্ধু ও পর্যটন শিল্প সম্পর্কে সঠিক ধারণা পাবেন। এছাড়া স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, রাজনীতিক, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক ও সমাজসেবকসহ আরও প্রায় দেড় কোটি মানুষ মিলে মোট তিন কোটি মানুষ বঙ্গবন্ধু ও পর্যটন শিল্প সম্পর্কে নতুন করে ধারণা পাবে।

এ সময় বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াডের সফল বাস্তবায়নে সরকার, জনপ্রতিনিধি, রাজনীতিক, বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক ও সমাজসেবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন শহিদুল ইসলাম।

বছরব্যাপী এই কর্মসূচির মাধ্যমে ২০২৪ সালে নতুন করে ডোমেস্টিক পর্যটনে এক কোটির বেশি পর্যটক বাড়তে পারে ফলে দেশীয় অর্থনীতিতে বিপুল পরিমাণ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিটিইএ।

উল্লেখ্য, ‘বঙ্গবন্ধু ট্যুরিজম অলিম্পিয়াড-২০২২ প্রশ্ন ব্যাংক’ নামে একটি তথ্যবহুল বই প্রকাশ করতে যাচ্ছে বিটিইএ। বইটির মাধ্যমে লাখ লাখ তরুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পর্যটন সম্পর্কে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে। প্রশ্ন ব্যাংক বইটিতে বঙ্গবন্ধুর উপর এক’শ প্রশ্ন, দেশীয় পর্যটন ও ইতিহাস ঐতিহ্য নিয়ে তিন’শ প্রশ্ন এবং আন্তর্জাতিক ও অন্যান্য বিষয় নিয়ে এক’শ প্রশ্ন স্থান পেয়েছে। এ বইটি পড়ার মাধ্যমে সংশ্লিষ্টরা পর্যটন শিল্পের প্রতি আকৃষ্ট হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *