fbpx
হোম আন্তর্জাতিক প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে চাইছেন না নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে চাইছেন না নেতানিয়াহু

প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে চাইছেন না নেতানিয়াহু

0

ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর পরও জেরুসালেমে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়তে চাইছেন না।

এদিকে নেতানিয়াহু অফিস থেকে জানা গেছে, এ বিরোধী দলীয় নেতা কয়েক সপ্তাহের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে যাবেন না।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। এমন গুরুত্বর পরিস্থিতিতেও তিনি নির্বিকার আছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। অবস্থা দেখে মনে করা হচ্ছে যে তিনি তার সাবেক রাজনৈতিক গুরু ও আগের প্রধানমন্ত্রীর সাথে কোনো শত্রুতা চাচ্ছেন না।

কূটনীতিক প্রতিবেদক তাল স্নাইডার জানিয়েছেন, বেনিয়ামিন নেতানিয়াহু এখনো জেরুসালেমের বেলফোর স্ট্রিটে অবস্থিত ইসরাইলের প্রধানমন্ত্রীর বাসভবন ব্যবহার করছেন। ব্যাপারটা এমন যেন তিনি এখনো প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত হননি। কবে এ প্রধানমন্ত্রীর বাসভবন থেকে একজন পদচ্যুত প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হবে তা নিয়ে কোনো স্পষ্ট আইন না থাকায়, তিনি এ সুযোগের অপব্যবহার করছেন। নেতানিয়াহু ইসরাইলের প্রধানমন্ত্রীর বাসভবনটিকে শুধু ঘুমানো বা খাওয়ার স্থান হিসেবে ব্যবহার করছেন না, তিনি অনেক গুরুত্বপূর্ণ অতিথিকেও দাওয়াত দিচ্ছেন এ বাসভবনে।

তাল স্নাইডার আরো বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতা হারানোর পরও ইসরাইলের প্রধানমন্ত্রীর বাসভবনে জাতিসঙ্ঘে নিযুক্ত সাবেক মার্কিন দূত নিকি হ্যালি ও ‘ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরাইল’ (ইসরাইলের জন্য খ্রিস্টানরা একত্রিত) নামের সংগঠনের প্রতিষ্ঠাতা জন হাগিকে অভ্যর্থনা জানান।

এদিকে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এসব কর্মকাণ্ড দেশটির জনগণের কাছে হাসির খোরাক হয়ে উঠছে। সূত্র : মিডলইস্ট মনিটর

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *