fbpx
হোম আন্তর্জাতিক প্রধানমন্ত্রীত্বের জন্য দেশের রাজাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন আনোয়ার ইব্রাহিম
প্রধানমন্ত্রীত্বের জন্য দেশের রাজাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন আনোয়ার ইব্রাহিম

প্রধানমন্ত্রীত্বের জন্য দেশের রাজাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন আনোয়ার ইব্রাহিম

0

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীত্বের জন্য দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিআয়াতুদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এর সঙ্গে দেখা করে তার প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন। তিনি স্থানীয় সময় মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজপ্রাসাদে রাজার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, রাজার কাছে প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়েছে। তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সংবাদ সম্মেলনে আনোয়ার বলেন, ১২০ জনেরও বেশি এমপি আমার সঙ্গে রয়েছেন। তবে রাজা আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রধানদের সঙ্গে কথা বলবেন। তাই আমাদের ধৈর্য ধারণ করে রাজার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনি জানিয়েছে, এরইমধ্যে বিষয়টি নিয়ে আলোচনার জন্য রাজপ্রাসাদের আমন্ত্রণ পেয়েছেন ডিএপি এবং এমআইসি-এর মতো দলগুলোর নেতারা। তবে শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে সমর্থ হলে বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে হটিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে সমর্থ হবেন ঝানু এই রাজনীতিক।

উল্লেখ্য, সংবিধান অনুযায়ী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হতে দেশটির ২২২ আসনের পার্লামেন্টে ১১২ জন এমপি’র সমর্থন প্রয়োজন। তবে আনোয়ার ইব্রাহিম জানায়েছেন, তার প্রতি ১২০ জনেরও বেশি এমপি-র সমর্থন রয়েছে। আনোয়ার ইব্রাহিমের দাবি, তার প্রতি সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন থাকার অর্থ হচ্ছে জনগণ তাকে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছে। তবে কতজন আইনপ্রণেতার সমর্থন পেয়েছেন সুনির্দিষ্ট করে তা জানানতি তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *