fbpx
হোম ক্রীড়া পাপনের প্রশ্ন, লিটন দাস ওপেনিংয়ে কেনো ?
পাপনের প্রশ্ন, লিটন দাস ওপেনিংয়ে কেনো ?

পাপনের প্রশ্ন, লিটন দাস ওপেনিংয়ে কেনো ?

0

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইনিংস গোড়াপত্তনে তামিম ইকবালের সঙ্গী হয়েছিলেন লিটন দাস। ওপেনিংয়ে নেমেই এদিন ‘সুপার ফ্লপ’ এই টপ অর্ডার ব্যাটসম্যান। ৩ বল মোকাবিলা করে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরেছেন।

দর্শকদের প্রত্যাশা মেটাতে পারেননি জাতীয় দলের নিয়মিত এই খেলোয়াড়। লিটন দাসের এই ব্যর্থতায় তার ব্যাটিং পজিশন নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

তার মতে, লিটন দাস মিডল অর্ডারে খেলা ব্যাটসম্যান। টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে মানানসই হলেও অন্যান্য সংস্করণে লিটনের জায়গা হওয়া উচিত মিডল অর্ডারে। তাই বিসিবি সভাপতির প্রশ্ন, মিডল অর্ডারের ব্যাটসম্যান ওপেনিংয়ে কেন ?

রোববার শের-ই বাংলায় শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের ইনিংস শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি পাপন। তিনি বলেন, ‘লিটন তো সব সময় পাঁচ ছয় নম্বরে খেলে। আমার ধারণা, টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে ও, কিন্তু সে পাঁচ ছয় নম্বরের ব্যাটার। এগুলো নিয়ে ওদের সঙ্গে বসতে হবে।

লিটনকে নিয়ে বিসিবি সভাপতির এমন মন্তব্যে অনেক ক্রিকেটপ্রেমী অখুশি হতে পারেন।  কারণ ক্যারিয়ারের দুটি সেঞ্চুরিই ওপেনিংয়ে নেমে পেয়েছেন লিটন। ওয়ানডেতে তার খেলা ১৭৬ রানের অনবদ্য ইনিংসটি তার ওপেনার হিসেবে।

আবার অন্য যুক্তিও আছে। ২০১৯ বিশ্বকাপে একটি ম্যাচে পাঁচে ব্যাট করে ৯৪ রানের দারুণ ইনিংস খেলেছিলেন লিটন। মিডল অর্ডারে অন্য ৫ ইনিংস মিলিয়ে তার মোট রান ৯১। টি-টোয়েন্টিতে টপ অর্ডারের নিচে ৫ ইনিংস ব্যাট করে মোট রান ৬৬।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *