fbpx
হোম আন্তর্জাতিক পবিত্র কাবা ঘর ধোয়ার কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী
পবিত্র কাবা ঘর ধোয়ার কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

পবিত্র কাবা ঘর ধোয়ার কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

0

প্রতিবছর মুহাররম ও শাবান মাসে পবিত্র কাবাঘর ধোয়া হয়। মূলত এটি একটি পবিত্র উৎসব। পবিত্র কাবা শরিফ ধৌত করার  আয়োজন। সৌদি আরব ও মসজিদুল হারাম কর্তৃপক্ষ কর্তৃক পালিত ঐতিহাসিক রীতি। সৌদি আরবের মহামান্য বাদশাহ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এ উৎসব অংশ নেন।

এ বছর কাবা ঘর ধোয়ার পবিত্র উৎসবে অংশ গ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় পবিত্র কাবাঘর ধোয়ার কার্যক্রম শুরু হয়। এবারের কাবা শরিফ ধোয়ার উৎসবে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল ফয়সাল নেতৃত্ব দেন।

ধর্ম প্রতিমন্ত্রী কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে প্রয়োজনীয় কাজে দ্রুত দেশে ফিরে আসেন বলে যথা সময়ে আমন্ত্রণপত্রটি তার হাতে এসে পৌছায়নি। দেশে ফেরার পর তিনি আমন্ত্রণপত্রটি হাতে পান। তখন আবার নতুন করে সেখানে গিয়ে কাবা ঘর ধৌত উৎসবে অংশ গ্রহণ করার কোনো সুযোগ বাকি ছিল না। আমন্ত্রণপত্রের সঙ্গে ১৪৪১ হিজরি সনের মুহাররম মাসে অনুষ্ঠিত ধৌত উৎসবে অংশ গ্রহণের জন্য শেখ মোহাম্মাদ আব্দুল্লাহর নামে একটি প্রবেশ কার্ড প্রদান করা হয়। এ ছাড়া আমন্ত্রণপত্রের সঙ্গে পাঠানো একটি আরবী নির্দেশিকায় ধৌত উৎসবের সময় কাবা ঘরে কোনো ক্যামেরাম্যান প্রবেশ করতে না পারা, কার্ডধারীরাও কেউ মোবাইল সঙ্গে নিতে না পারা এবং কাবা ঘরের ভেতরে প্রবেশের জন্য কার্ডটি সর্বদা সঙ্গে রাখাসহ বিভিন্ন নিয়ম-রীতি কথা উল্লেখ করা হয়।

 

এ সম্পর্কে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপণ করছি— অত্যন্ত পবিত্র একটি কাজে তিনি আমার মতো একজন বান্দার নাম মনোনীত করেছেন। এটা আমার জীবনের অনেক বড় একটি প্রাপ্তি। তবে দুঃখ প্রকাশ করছি— কাবা ঘর ধৌত করার মহতি ও পবিত্র উৎসবে আমি অংশ গ্রহণ করতে পারিনি। কারণ ধৌত কার্য সম্পন্ন হওয়ার দিন আমার কাছে আমন্ত্রণপত্রটি এসে পৌছেছে। আল্লাহ যেন তার বান্দার এ অক্ষমতাকে ক্ষমা করেন। আমিন। আমি মনে করি এবারের পবিত্র হজব্রত পালনে দেশে শীর্ঘস্থানীয় আলেম-উলামা ও পীর-মাশায়েখদের নিয়ে দেশ ও জাতির কল্যাণে আমরা যে দোয়া-মোনাজাত করেছি, এর পুরস্কার স্বরুপ আমার কপালে এ সম্মান জুটেছে। মহান প্রভুর কাছে বিনীত প্রার্থনা করছি, তিনি যেন আমাকে তার পবিত্র ঘর ধৌত করার একজন কর্মী হিসেবে আবারও কবুল করেন। আমিন ।

Like
Like Love Haha Wow Sad Angry
31

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *