fbpx
হোম জাতীয় পদ্মাসেতুতে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন হবে- রেলপথ মন্ত্রী
পদ্মাসেতুতে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন হবে- রেলপথ মন্ত্রী

পদ্মাসেতুতে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন হবে- রেলপথ মন্ত্রী

0

পদ্মাসেতু দিয়ে একযোগে সড়ক ও রেলপথ উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গায় অবস্থিত পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের স্লিপার কারখানার উৎপাদন পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী বলেন, এরই মধ্যে পদ্মাসেতুতে সড়কপথের পাশাপাশি রেলপথের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের কাজ বেশিরভাগই হয়ে গেছে। এ সময় মন্ত্রী স্লিপার কোম্পানির বিভিন্ন স্থান পরিদর্শন করে কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন রেলমন্ত্রী ও অতিথিদের জানান, স্লিপার লেইং সেটিংয়ে বর্তমানে ২০০ স্থানীয় কর্মী কাজ করছেন। তারা সিআরইসির সিনিয়র চীনা বিশেষজ্ঞদের কাছ থেকে পেশাদার প্রশিক্ষণ লাভ করেছেন।

সিআরইসির তত্ত্বাবধানে নির্মাণাধীন বাংলাদেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের পরিচালক শামসুজ্জামান, পিবিআরএলপি প্রকল্প পরিচালক ফখরুদ্দিন আহমেদ চৌধুরী, সিআরইসির প্রকল্প পরিচালক ওয়াং কুন, জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খানসহ কর্মকর্তারা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *