fbpx
হোম বিনোদন ‘নিচু জাত হওয়ায় আজও গ্রামে আমাদের গ্রহণযোগ্যতা নেই’
‘নিচু জাত হওয়ায় আজও গ্রামে আমাদের গ্রহণযোগ্যতা নেই’

‘নিচু জাত হওয়ায় আজও গ্রামে আমাদের গ্রহণযোগ্যতা নেই’

0

এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের উত্তর প্রদেশের অধিবাসী জনপ্রিয় বলিউড অভিনেতা নওয়াজউদ্দীন সিদ্দিকী বলেছেন, ‘আমার নিজের পরিবারে, আমার দাদী ছিলেন নিচু জাতের। সে কারণে আজও আমাদেরকে তারা গ্রহণ করেনি।’ নওয়াজউদ্দীন বলেন, গ্রামগুলোতে জাতপ্রথা গভীরভাবে জড়িয়ে রয়েছে, এমনকি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা অর্জনের পরেও বৈষম্য থেকে মুক্তি পাননি তিনি নিজেও।

হাথরাসের ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি বলেন, গ্রামে জাতবিভেদ এমন এক বাস্তবতা, হাজারো প্রচার-প্রচারণা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম যার কোন পরিবর্তন ঘটাতে পারে না। নওয়াজউদ্দিন এমন এক সময়ে এনডিটিভিতে এই সাক্ষাৎকার দিলেন, যখন উত্তর প্রদেশের হাথরাস গ্রামে এক দলিত নারীর উপর চার উচ্চ জাতের পুরুষের নৃশংস নির্যাতনে মৃত্যুর ঘটনায় পুরো ভারত উত্তপ্ত হয়ে রয়েছে। নওয়াজউদ্দীন বলেন, যা অন্যায়, তা অন্যায়ই। আমাদের শিল্পী সমাজও হাথরাসের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছে। আমাদের সবারই কন্ঠ তোলা উচিত, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।

টুইটারেও জাতবিভেদ নিয়ে সোচ্চার হয়েছেন এই অভিনেতা। এক পোস্টে তিনি লেখেন, অনেকেই হয়তো বলবে জাতবিভেদ নেই। কিন্তু কেউ যদি একটু চারপাশটা ঘুরে দেখে, তাহলে ভিন্ন বাস্তবতা পাবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *