fbpx
হোম বিনোদন না ফেরার দেশে চলে গেলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান
না ফেরার দেশে চলে গেলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান

না ফেরার দেশে চলে গেলেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান

0

প্রখ্যাত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও ফুসফুসের রোগে ভুগছিলেন বলে জানা যায়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ২৬ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার জানায়, ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিনও পুরোপুরি সুস্থ ছিলেন মাহফুজুর রহমান খান। কিন্তু ওইদিন সন্ধ্যায় খেতে বসলে তার কাশির সাথে অনেক রক্ত বের হয়। এরপর দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে লাইফ সাপোর্টে রাখার পরামর্শ দেন। এরপর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয় এই চিত্রগ্রাহককে। কিন্তু ২৮ নভেম্বর ফুসফুস ও পাকস্থলীতে থেমে থেমে রক্তক্ষরণ হচ্ছিলো বলে জানান তার চিকিৎসকরা। এমনকি বিভিন্ন অঙ্গ অকার্যকর হয়ে পড়ে তার। শেষ পর্যন্ত আর রক্ষা হলো না এই গুণী চিত্রগ্রাহকের।

মহানায়ক, চাঁপা ডাঙ্গার বউ, ঢাকা ৮৬, অন্তরে অন্তরে, পোকা মাকড়ের ঘর বসতি, আনন্দ অশ্রু, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা, নন্দিত নরকে, হাজার বছর ধরে, বৃত্তের বাইরে, ঘেটুপুত্র কমলা ছাড়াও আরও অসংখ্য ছায়াছবির চিত্রগ্রাহক ছিলেন মাহফুজার রহমান। একবার দু’বার নয়, নয় বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন খ্যাতনামা চিত্রগ্রাহক মাহফুজুরর রহমান খান।

পেশাদার চিত্রগ্রাহক হিসেবে মাহফুজুর রহমান খান ১৯৭২ সালে প্রথম চলচ্চিত্রে কাজ করেন। তিনি আলমগীর কবির, আলমগীর কুমকুম, হুমায়ুন আহমেদ, শিবলি সাদিকদের মত কিংবদন্তি চলচ্চিত্র পরিচালকদের সাথে কাজ করেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত প্রায় সব চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন।

চিত্রগ্রাহক মাহফুজুর রহমানের মৃত্যুতে তার পরিবারের প্রতি চেঞ্জ টিভি পরিবারের পক্ষ থেকে রইলো গভীর সমবেদনা। প্রিয় চিত্রগ্রাহকের মৃত্যুতে চেঞ্জ টিভি পরিবার শোকাহত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *