fbpx
হোম জাতীয় নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করার নির্দেশ প্রধানমন্ত্রীর

0

এসএসসি পর্যন্ত পাঠ্যক্রমে কোনো বিভাজন দরকার নেই। আর নবম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  বুধবার  (২৬ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত শিক্ষার্থীদের মধ্যে স্বর্ণপদক বিতরণ করে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, গবেষণার মাধম্যে সবকিছু করা যায় এটা বাস্তব। গবেষণা ছাড়া কোনো কিছুর উৎকর্ষতা লাভ করা যায় না। আর যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে তাই জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল আমাদের ছেলেমেয়েদের বিজ্ঞান পড়ার দিকে আগ্রহ ছিল না। কারণ নবম শ্রেণি থেকে ভাগ করে দেয়া হয় কে কী পড়বে। আমার মনে হয় এ ভাগটা থাকার দরকার নেই। মাধ্যমিক পর্যন্ত তারা সব বিষয় পড়তে পারে। মাধ্যমিকের পরে গিয়ে বিভক্ত হয় তাহলে সেটাই ভালো। তাহলে অন্ততপক্ষে তার মেধা বিকাশের সুযোগ পাবে।

এ সময় দেশসেরা ১৭২ শিক্ষার্থীকে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ ২০১৮ প্রদান করেন শেখ হাসিনা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ স্বর্ণপদক দেয়া হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *