fbpx
হোম অন্যান্য ধামরাইয়ে ১৫০টি শহীদ মিনার নির্মাণ
ধামরাইয়ে ১৫০টি শহীদ মিনার নির্মাণ

ধামরাইয়ে ১৫০টি শহীদ মিনার নির্মাণ

0

ধামরাই উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৫০টি বিদ্যালয়েই দীর্ঘদিন ধরে কোন শহীদ মিনার ছিল না ।

সম্প্রতি ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন শহীদ মিনার নির্মাণের ফলে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম নতুন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শিক্ষকরা।

তবে করোনার কারণে ছুটি থাকায় নতুন শহীদ মিনারে এ বছর ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারছে না এসব স্কুলের শিক্ষার্থীরা। উপজেলায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেড় শতাধিক কিন্ডারগার্টেন স্কুল, ১০টি কলেজ, ৩১টি মাধ্যমিক বিদ্যালয় ও ১১টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় ছাড়া অধিকাংশ বিদ্যালয়ে কোনো শহীদ মিনার নেই। তাই অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে কলা গাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে সেখানেই ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এর মধ্যে ধামরাইয়ে ২১টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার থাকলেও অন্যগুলোতে ছিল না। এবার নতুন শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে জানান তারা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন নাহার বলেন, ভাষার জন্য যারা শহীদ হয়েছেন, সেই কীর্তিমানদের শ্রদ্ধা জানানোর জন্য এবার ধামরাইয়ের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্লিপের টাকায় নতুন শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *