fbpx
হোম অন্যান্য দুই সীমান্তে দুই দেশের মানুষদের মিলনমেলা
দুই সীমান্তে দুই দেশের মানুষদের মিলনমেলা

দুই সীমান্তে দুই দেশের মানুষদের মিলনমেলা

0

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের নিকটে, বাংলাদেশ- ভারত দুই দেশের মানুষদের সনাতন ধর্মালম্বীদের দীপাবলী/ কালীপূজা উপলক্ষে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার সকাল ১০ টা থেকে দুই দেশের হিন্দু ধর্মালম্বী ছাড়াও মুসলমানসহ কয়েক হাজার আত্মীয়-স্বজন একে অপরকে একনজর দেখার জন্য ভারতীয় কাটা তারের বেড়ার দু’পাশে ভীড় জমান। এ সময় উভয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাদের আপনজনদের দেখে আবেগে আপ্লুত  হয়ে পড়েন এবং কুশল বিনিময় করেন।

নীলফামারীর ডিমলা থেকে আসা নরেশ্বর চন্দ্র (৫০) বলেন, ‘চার বছর পর ভারতের কুচবিহারের ধুনিয়া গ্রামের শ্বশুর পরিবারের আত্মীয়দের সাথে দেখা করে অনেক ভালো লাগছে।’

চাপানী এলাকা থেকে আসা সীমা রানী (২৮) জানান, ‘আমার মাসি ও দাদুর সাথে দেখা হয়েছে।’

জমগ্রাম এলাকার ইউনুস আলী সরকার (৬০) বলেন, ‘ভারতে বসবাসরত ভাই, ভাতিজাদের সাথে কথা বলে মনে শান্তি লাগছে।’ বাংলাদেশ থেকে দেখতে আসা লোকজনদের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রসাদ (খিচুরী) বিতরণ করেন।

যদিও কেউ কাউকে ছুয়ে দেখতে পারেননি, তবুও এই মিলনমেলায় দুর থেকেই দেখে দেখে কথা বলার মধ্য দিয়ে শান্তি পান এখানকার মানুষেরা।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *